কোন আসামী হাইকোর্ট বা সুপ্রিম থেকে জামিন পেয়েছে কিনা তা যাচাই করা এখন খুবই সহজ। যে কোন অধস্তন আদালত খুব সহজেই অনলাইনের মাধ্যমে যাচাই করতে পারবেন কোন আসামী জামিন পেয়েছে কিনা। মুলত উচ্চ আদালত থেকে জামিন না পেয়েও অনেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে অধস্তন আদালত থেকে জামিন পেয়ে যান। আর এই প্রতারনা রোধ করতে এই জামিন যাচাই সফটওয়্যার এর উদ্ভব হয়।
আগে এটি ম্যানুয়্যালি চেক করতে হত। যা ছিল বেশ সময় সাপেক্ষ তাই এই নতুন পদ্ধতি করা হয়। এই সফটওয়্যার এ চেক করে নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অধঃস্তন আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তর কোনো আসামিকে জামিনে মুক্ত করতে পারবে না বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
জামিন যাচাই সফটওয়্যার ওয়েবসাইট লিংকঃ