আদালত বা বিচারিক কার্যক্রম বা মামলা মোকদ্দমা পরিচালনার জন্য সরকারকে যে ফি দিতে হয়। তাকেই আমরা কোর্ট ফি বলে থাকি। এই কোর্ট ফি সরকারের রাজস্ব আহরনের একটি উৎস। এই কোর্ট ফি শুধমাত্র সরকারের এখানে আইনজীবীর কোন অংশ থাকেনা। তাই কোর্ট ফি হলো আপনার আইনজীবীর মামলা পরিচালনার বাইরে সরকারের জন্য নির্ধারিত ফি।
কোর্ট ফি আইন ১৮৭০ এর অধীনে কোর্ট ফি নিয়ন্ত্রিত হয়।কোর্ট ফি সবসময় একই থাকবে বিষয়টি এমন নয়। এটি প্রয়োজনে প্রতিবছরই পরিবতির্ত হতে পারে।
কোর্ট ফি কয় প্রকার?
কোর্ট ফি দুই ধরনের- ১. মূল্যমান অনুসারে কোর্ট ফি বা এডভোলারাম কোর্ট ফি, ২. নির্ধারিত কোর্ট ফি। (ফিক্সড কোর্ট ফি)
কোর্ট ফি কোনো কোনো ক্ষেত্রে মোকদ্দমার মূল্যমানের ওপর বা দাবির মূল্যমানের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়ে থাকে। আবার কখনো কখনো মোকদ্দমার মূল্যমানের ওপর কোর্ট ফি নির্ভর করে না, বরং একটি ফি নির্দিষ্ট করা থাকে। কোর্ট ফি সাধারণত নেয়া হয় স্ট্যাম্পের মাধ্যমে। তবে যেখানে স্ট্যাম্প না পাওয়া যায় সেখানে নগদ বা রশিদের মাধ্যমেও কোর্ট ফি পরিশোধ করা যায়।
একেক পদ্ধতিতে কোর্ট ফির মূল্য নির্ধারণ করা হয় তার আগে বিষয়ের মূল্য নির্ধারণ করা হয়। কীভাবে করা হয় নিচে তা সংক্ষেপে দেয়া হলো।
কোনো মোকদ্দমার মূল্যমানের ওপর বা দাবির মূল্যমানের ওপর কোর্ট ফি নির্ণয় করা হয়ে থাকে।মোকদ্দমার একটা তায়দাদ মুল্য থাকে। যা আপনি আরজিতে দেখতে পারবেন। উক্ত তায়দাদের ওপর ২% এবং উক্ত ২% এর ওপর ১৫% ভ্যাট- অর্থাৎ মোট (২% + ২% এর ১৫%= কোর্ট ফি) এভাবেই কোর্ট ফি নির্ধারিত হয়।
মানি স্যুট বা অর্থ আদায়ের মামলা এবং অর্থঋণ মামলা এই দুটিই হলো অর্থ আদায় সংক্রান্ত মামলা। এই মামলা গুলোতে মানি স্যুট বা অর্থঋণ মোকদ্দমার ক্ষেত্রে সর্বনিম্ন কোর্ট ফি হলো ৩০০ টাকা এবং সর্বোচ্চ কোর্ট ফি হবে ৫০,০০০ টাকা।
দেওয়ানি মোকদ্দমার সর্বনিম্ন কোর্ট ফি হবে ৩০০ টাকা এবং সর্বোচ্চ কোর্ট ফি হবে ৪০,০০০ টাকা।
সাকসেশন উত্তরাধিকার মোকদ্দমায় ২০,০০০ টাকা পর্যন্ত ফ্রি। পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত ১% এবং পরবর্তী ১৫,০০,০০০ টাকা পর্যন্ত্ম ২%। যেমন : কোনো মোকদ্দমার তায়দাদ ধরি ১৫,০০,০০০ টাকা। এর কোর্ট ফি হবে ১৫,০০,০০০ টাকার ২%=৩০,০০০ টাকা ৩০,০০০ টাকার ১৫%= ৪,৫০০ টাকা। মোট কোর্ট ফি লাগবে ৩০,০০০+৪,৫০০=৩৪,৫০০ টাকা।
আশা করছি কোর্ট ফি সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারনা পেয়েছেন।