সিন্ডিকেশন লোন কিঃ কতগুলো আলাদা আলাদা ঋনদাতা ব্যাক্তি বা প্রতিষ্ঠান যখন কোন এক জন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের জন্য সম্মিলিত ভাবে ঋনের ব্যবস্থা করে বা ঋনদাতা হিসেবে সেই ঋনের শেয়ার গ্রহন করে তখন সেই লোন বা ঋন হয়ে যায় একটি সিন্ডিকেশন লোন। অর্থাৎ এই ধরনের লোন এর ক্ষেত্রে ঋনদাতা থাকে একের অধিক। এবং তারা সবাই মিলে সেই ঋনের অথের্র যোগান দেয়। সাধারনত লোন যদি খুব বড় অংকের হয় এবং একজন ঋনদাতার জন্য যদি সেই ঋনের অর্থ যোগান দেওয়া সম্ভবপর না হয় তাহলে এই সিন্ডিকেশন প্রসেস এর মাধ্যমে ঋনগ্রহীতার অথের্র যোগান দেওয়া হয়।
কিভাবে সিন্ডিকেশন লোন এর জন্য আবেদন করবেনঃ
সিন্ডিকেশন লোন সাধারনত কোন ব্যাংক বা আাথির্ক প্রতিষ্ঠান দিয়ে থাকে। সেই ক্ষেত্রে প্রথমেই আপনাকে এই ধরনের কোন প্রতিষ্ঠোনে লোন এর জন্য আলোচনা করতে হবে। এবং আপনার আয় এবং ব্যবসার বিস্তারিত তাদেরকে প্রদান করতে হবে। এর পর যাচাই বাছাই করে ঋন প্রদানে ইচ্ছুক প্রতিষ্ঠান দেখবে যে আপনার চাহিদা অনুযায়ী ঋন ফেরত প্রদানরে সক্ষমতা আপনার আছে কিনা। যদি আপনার সেই সক্ষমতা না থাকে তাহলে আপনি এই ধরনের লোন পাবেন না। আর ঋনদাতা প্রতিষ্ঠান যদি আপনার আয় এবং ঋন ফেরত প্রদানে আপনার সক্ষমতা আছে বলে মনে করে তাহলে ঋনদাতা প্রতিষ্ঠান আপনার সাথে অনেকগুলো ব্যংকিং এবং আথির্ক চুক্তি করবে। সেই সাথে আপনার সকল স্থাবর অস্থাবর সম্পত্তির উপর রেজিস্ট্রি দলিল তৈরী করবে। এর পর ঋনদাতা ব্যাংক যে অর্থ প্রদানে অসমর্থ হবে সেই অর্থ অন্য কোন ব্যাংক বা আথির্ক প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে। এবং এক্ষেত্রে তাদের মধ্যে আলাদা করে বিভিন্ন চুক্তি সম্পন্ন হবে।
এভাবেই আপনি সিন্ডিকেশন লোন পেতে পারেন। এটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া তাই এক্ষেত্রে আপনাকে অবশ্যই অভিজ্ঞ একজন আইনজীবীকে দিয়ে আপনার সকল চুক্তি এবং দলিল সমুহ ভেটিং করিয়ে নিবেন। এবং প্রয়োজনে পুরো পক্রিয়াটি একজন দক্ষ আইনজীবীর নিকট সম্পন্ন করার জন্য দায়িত্ব প্রদান করতে পারেন।