দেওয়ানী কোন আদালতে কি মামলা করবেন জেনে নিন
রিপোর্টার
-
Update Time :
সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
-
২৪০১
Time View
সিভিল মামলা
দেওয়ানী মামলার মুল্যমান এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই মামলাগুলোকে বিচারের জন্য ভিন্ন ভিন্ন আদালতে জুরিসডিকশনে দেওয়া হয়।
- জমি সংক্রান্ত বিরোধ ও অফিস সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে
- মামলার মুল্যমান- ১- ২০০০০০/- টাকা পর্যন্ত সহকারী জজ আদালত
- মামলার মুল্যমান- ২০০০০১- ৪০০০০০/- টাকা পর্যন্ত সিনিয়র সহকারী জজ আদালত
- মামলার মুল্যমান- ৪০০০০১- অসীম – যুগ্ম জেলা জজ আদালত
- পারিবারিক মামলা
- সাকসেশন মামলা
- এখতিয়ার সম্পন্ন যুগ্ম জেলা জজ আদালত
- আর্বিট্রেশন মামলা
- এখতিয়ার সম্পন্ন যুগ্ম জেলা জজ আদালত
এছাড়া যেই মামলাটি যেই থানার ভিতর পড়েছে সেই মামলাটি সেই থানার সংশ্লিস্ট আদালতে দায়ের করতে হয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category