১ম বিয়ে গোপন রেখে স্ত্রীর ২য় বিয়ে সাধারনত এমন ঘটনা আমাদের সমাজে খুব একটা শোনা যায়না অথবা এইরকম ঘটনা ঘটলেও তা খুব একটা আলোচনায় আসেনা। তবে ক্রিকেটার নাসিরের বিয়ের পর থেকে এমন বিষয়টি হয়ে উঠেছে সাড়া বাংলাদেশের সবচাইতে আলোচিত ঘটনা।
যদিও ক্রিকেটার নাসির নাকি তামিমার ১ম বিয়ের কথা জেনেই তাকে বিয়ে করেছেন তাই এই দিক থেকে তামিমা নাসিরের সাথে কোন প্রতারনা করেননি। এবং এখানে বিয়ে গোপন করে একাধিক বিয়ে করার যে অপরাধ তা তামিমার ক্ষেত্রে প্রযোজ্য হবেনা।
এবারে আসুন আমরা জেনে নেই, যদি তামিমা তার ১ম বিয়ের বিষয়টি সম্পর্নর্ গোপন রেখে ক্রিকেটার নাসিরকে বিয়ে করতো তাহলে ক্রিকেটার নাসির তার বিরূদ্ধে কি আইনগত ব্যবস্তা গ্রহন করতে পারতো তা জেনে নেয়া যাক।
যদি এমনটা হতো যে বিয়ের সময় তামিমা নিজেকে অবিবাহিত দাবী করে করেছে। এবং নাসিরকে তার ১ম বিয়ের বিষয়টি সম্পর্নর্ গোপন রেখে বিয়েটি করেছে তাহলে ক্রিকেটার নাসির বাংলাদেশ দন্ডবিধির ৪৯৫ ধারার বিধান মোতাবেক তামিমার বিরূদ্ধে ব্যবস্তা গ্রহন করতে পারতেন।
১ম বিয়ে গোপন রেখে স্ত্রীর ২য় বিয়ে দন্ডবিধির ৪৯৫ ধারা অনুযায়ী একটি অপরাধ যার শাস্তি ১০ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের কারাদন্ড সাথে অর্থদন্ডেও দন্ডিত হতে পারে।
২য় স্বামী স্ত্রী ১ম বিয়ে গোপন করলে কোথায় কিভাবে মামলা করবে।
২য় স্বামী যদি স্ত্রীর ১ম বিয়ে গোপন করার কারনে মামলা করতে চায় তাহলে সে দন্ডবিধির ৪৯৫, ৪২০ ও ৪০৬ ধারা সহ আরো বেশ কিছু ধারায় মামলা করতে পারেন।