স্পেশাল ম্যারেজ বা বিশেষ বিবাহ নতুন কোন বিষয় নয়। ১৮৭২ সালে ইংরেজ শাষনামলে দুটি ভিন্ন ধর্মের নারী ও পুরূষের মধ্যকার বিবাহকে বৈধতা দানের লক্ষ্যে স্পেশাল ম্যারেজ আইন ১৮৭২ প্রনয়ন করা হয়। যা আজও আমাদের বাংলাদেশে কার্যকর এবং বলবৎ আছে। আর এই আইন বলেই দুটি ভিন্ন ধর্মের মধ্যে আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন করা সম্ভব হয়।
স্পেশাল ম্যারজে বা বিশেষ বিবাহ যে কোন প্রাপ্ত বয়স্ক নারী পুরূষ করতে পারবেন তবে তাদেরকে কিছু শর্ত পালন করতে হবে।
১. ছেলের বা পাত্রের বয়স অবশ্যই ২১ বৎসর হতে হবে। এবং মেয়ের বয়স অবশ্যই ১৮ বৎসর হতে হবে।
২. বয়স প্রমানের জন্য জন্ম সনদ/ জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ এসএসসি পাশের সনদ ইত্যাদি প্রয়োজন হবে।
৩. ছেলে ও মেয়ে উভয়কেই তাদের বর্তমান ধর্ম ত্যাগ করার ঘোষনা করে হলফনামা করতে হবে। অর্থাৎ বিয়ের সময় উভয়কেই কোন তারা কোন ধর্ম পালন করছেনা মর্মে হলফনামা করতে হবে।
৪. পাত্র পাত্রী উভয়ই বিয়ের সময় অন্য কারো সহিত বিবাহ সম্পর্কে আবদ্ধ থাকা যাবেনা। অর্থাৎ আগেই বিবাহীত এমন অবস্থায় এই বিয়ে করা যাবেনা। তবে তালাক হয়ে গেলে বা আদালত থেকে সেপারেশন হয়ে গেলে এই বিয়েতে কোন সমস্যা নেই।
উপরোক্ত বিষয় গুলো নিশ্চিত হলেই কেবল পাত্র পাত্রী স্পেশাল ম্যারেজ করতে পারবেন।