পাওয়ার অব অ্যাটর্নি, ২০১২ অনুযায়ী ‘সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি অর্থ ‘অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি ব্যতীত অন্য কোন বিষয়ে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি কে সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি বলা হয়। এটি এমন একটি দলিল যে দলিলের মাধ্যমে কোন ব্যক্তি তার সম্পত্তি বিক্রয়, বিক্রয়-চুক্তি, বন্ধক, ভূমি উন্নয়ন ব্যতীত অন্যান্য কার্যাদি সম্পাদনের জন্য অন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ক্ষমতা অর্পণ করতে পারে।
মুলত ভুমি বা সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা পরিচালনা। সিভিল মামলা পরিচালনা বা তদারকি করা। বা সম্পত্তির দেখভাল করা। এছাড়া অন্য কোন প্রকার বৈধ কার্য সম্পাদন করার জন্য এই সাধারন পাওয়ার অফ অ্যাটর্নি বা সাধারন আমমোক্তারনামা করা যায়।
অর্থাৎ আইনগত কোন বিষয়ে যখন কোন ব্যাক্তি নিজে বিদেশে অবস্থান বা শারিরীক অক্ষমতা বা অন্য কোন কারনে যদি তার পক্ষে সেই কার্যটি করা সম্ভব না হয় তাহলে তিনি এই সাধারন পাওয়ার অফ অ্যাটর্নি বা সাধারন আমমোক্তারনামা প্রদানের মাধ্যমে অন্য কাউকে সেই কাজটি তার পক্ষে করার ক্ষমতা প্রদান করতে পারবেন।