শ্রম আদালতে কখন মামলা করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কিছুক্ষেত্রে আপনি লেঅফ/ছাটাই/ডিসচার্জ/বরখাস্ত/অপসারন অথবা অন্য যে কোন কারনে চাকরী চলে গেলেও কখন আপনি মালিকের বিরূদ্ধে মামলা/অভিযোগ করতে পারবেন না।
মালিকের বিরূদ্ধে অভিযোগ বা মামলা করা যাবে না কখন জেনে নিন:
•স্থায়ী শ্রমিক এর ক্ষেত্রে মালিক যদি:
•মাসিক মজুরিতে কাজ করা শ্রমিককে ১২০ দিন আপনার চাকরি থাকছেনা মর্মে নোটিশ প্রদান করেন।
•অণ্য শ্রমিক এর ক্ষেত্রে ৬০ দিন আগে আপনার চাকরি থাকছেনা মর্মে নোটিশ প্রদান করেন।
•অস্থায়ী শ্রমিক এর ক্ষেত্রে মালিক যদি::
•মাসিক মজুরিতে কাজ করা শ্রমিককে ৩০ দিন আগে আপনার চাকরি থাকছেনা মর্মে নোটিশ প্রদান করেন।
•অণ্য শ্রমিক এর ক্ষেত্রে ১৪ দিন আগে আপনার চাকরি থাকছেনা মর্মে নোটিশ প্রদান করেন।
•মালিক যদি বিনা নোটিশে কোন শ্রমিককে চাকরি থেকে চাকরিচ্যুতো করতে চান তাহলে:
•স্থায়ী শ্রমিকের ক্ষেত্রে:
•নোটিশের পরিবর্তে প্রত্যেক সর্ম্পুর্ন বছর চাকুরির জন্য ক্ষতিপুরন হিসেবে ৩০ দিনের মজুরি/ অথবা গ্রাচুইটি যেটা বেশী হয় তা প্রদান করবেন।
• আর এই ক্ষতিপুরন সে অণ্য সুবিধার অতিরিক্ত হিসেবে পাবে।
•অস্থায়ী শ্রমিক এর ক্ষেত্রে:
•সে কোন প্রকার ক্ষতিপুরন পাবেনা।