রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে প্রথমত আপনার নিচের ডকুমেন্টস গুলো প্রস্তুত করতে হবে।
১. পাসপোর্ট (পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। এবং পাসপোর্ট এর অন্তত দুইট পৃস্ঠা খালি থাকতে হবে। ভিসা স্ট্যাম্পিং এর জন্য।
২. পুরোনো পাসপোর্ট থাকলে তার কপি অবশ্যই দিতে হবে। সেই সাথে পুরেনো পাসপোর্ট এ কোন ভিসা থাকলে তার ও কপি দিতে হবে।
৩. রোমানিয়ার অনলাইন ভিসা আবেদন ফরম। যা আপনি http://evisa.mae.ro/home এই ওয়েবসাইটে গিয়ে পুরন করে প্রিন্ট করতে হবে।
৪. ৪ কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি। লাগবে আপনার ছবিটি অবশ্যই ম্যাট ফিনিস এবং কোন বর্ডার ছাড়া সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। 60-80% face coverage, (Size: 3.5 cm X 4.5 cm).
৫. রোমানিয়ার বৈধ ওয়ার্ক পারমিট: এই ওয়ার্ক পারমিট এর মধ্যে অবশ্যই সীল, তারিখ, স্বাক্ষর এবং কোম্পানীর নাম ও ঠিকানা স্পস্ট ভাবে উল্লেখ করতে হবে।
৬. এমপ্লয়মেন্ট কনট্রাক্ট বা চাকুরীর চুক্তি পত্র দিতে হবে। যেখানে আপনার বেতন, ভাতা, কাজের সময়, পজিশন, সুযোগ সুবিধা, থাকা খাওয়ার খরচ বহন, এবং কত বছরের জন্য চুক্তিবদ্ধ তা উল্লেখ থাকবে।
৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অরিজিনাল কপি জমা দিতে হবে।
৮.এয়ার টিকেট বুকিং কনফারমেশন এর কপি জমা দিতে হবে।
৯. হেলথ ইন্সুরেন্স এর কপি দিতে হবে। মিনিমাম ৩০০০০ হাজার ইউরো এর ইন্সরেন্স কপি দিতে হবে।
১০. ভবিষৎ ইমিগ্রেশন এ জাতে কোন সমস্যা না হয় সেজন্য আপনার পাসপোর্ট এর অন্তত পক্ষে ৫০০ ইউরো এনডোর্সমেন্ট করে রাখবেন।
উপরোক্ত ডকুমেন্টস গুলো রেডী হয়ে গেলে আপনাকে এই ডকুমেন্টস গুলোর স্কান কপি অনলাইনে http://evisa.mae.ro/home এই সাইটে আপলোড হয়ে গেলে আবেদনের শেষ পর্যায়ে আপনাকে বার কোড সহ একটি আবেদন ফরম দেওয়া হবে। আবেদন ফরমটি প্রাথমিক ভাবে বেলিডেশন এর পর্যায়ে থাকবে। এবং আবেদন করার সাথে সাথে ”বেলিডেশন এর জন্য আছে” এমন স্ট্যাটাস শো করবে।
এই্ বেরিডেশন প্রসেস শেষ হতে ৩ থেকে ৭ দিন সময় লাগবে।
ভেলিডেশন হয়ে গেলে আবেদনকারিকে ৫ থেকে ৭ দিন পরের একটি এপয়েন্টমেন্ট দেওয়া হবে।
বাংলাদেশে রোমনিয়ান এম্বাসি নেই তাই আপনাকে নয়া দিল্লি তে অবস্থিত রোমনিয়া এম্বাসি তে জমা করতে হবে। ওই সময়ের মধ্যে আপনাকে নয়া দিল্লিতে গিয়ে সরসারি সকল মুল কপি জমা দিতে হবে।
এম্বাসিতে আপনার এপয়েন্টমেন্ট এর দিন যখন আপনি সকল ডকুমেন্টস জমা দিবেন তখন আপনার পাসপোর্ট ও রেখে দেওয়া হবে। এবং আপনাকে পাসপোর্ট ডেলিভারীর একটি তারিখ দেওয়া হবে। সাধারনত ১০ থেকে ১৫ দিন পরের একটি ডেলিভারীর তারিখ দেওয়া হয়।
এর পর আপনি ডেলিভারীর দিন স্লিপ নিয়ে হাজির হলে পাসপোর্ট এর সাথে আপনার কাঞ্খিত ভিসা সহ ডেলিভারী পেয়ে যাবেন।
সাধারনত ওয়ার্ক পারমিট এর ক্ষেত্রে লং টার্ম ভিসা দেওয়া হয়। আর এ ক্ষেত্রে এম্বাসিতে ভিসা ফি বাবদ 120 ইউরো বা বাংলাদেশী টাকায় ১২০৪১ টাকা জমা দিতে হয়। সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন একটু চেস্টা করলেই আপনি নিজেই রোমানিয়ার ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন।