রোমানিয়া ওয়ার্ক পারমিট নিয়ে কেন যাবেন? রোমনিয়া কি শেনজেন দেশ। উত্তর হচ্ছে রোমনিয়া এখনও শেনজেনভুক্ত দেশ নয়। ইউরোপের দেশ রোমনিয়া। ইউরোপের দেশ হলেও রোমানিয়া এখনও ইউরোপের সেনজেনভুক্ত দেশ নয়। সেনজেন বলতে ইউরোপের সেই দেশগুলোকে বোঝায় যাদের মধ্যে সীমান্ত পারপারে নেই কোন ইমিগ্রেশন ঝামেলা। অর্থাৎ সেনজেন ভুক্ত দেশ গুলোর নাগরিকরা কোন প্রকার ভিসা ছাড়াই সেনজেনভুক্ত ২৬ টি দেশে উন্মুক্ত ভাবে চলাফেরা, কাজ এবং বসবাস করতে পারবে।
প্রথমেই চলুন জেনে নেই:
ইউরোপ এর দেশ
ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ
সেনজেনভুক্ত দেশ এই তিনটির পার্থক্য আমরা জেনে নেই।
ইউরোপের দেশ বলতে ইউরোপ মহাদেশের ৪৪ টি দেশকে বোঝানো হয়।
অন্যদিকে ইউ বা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ বলতে রাজনীতী ও অর্থনীতিতে একই ধরনের নিয়ম নীতি পরিচালনায় সম্মত চুক্তিবদ্ধ দেশগুলোকে বোঝানো হয়।
অন্যদিকে
সেনজেনভুক্ত দেশ বলতে একই ভিসায় বা কোন প্রকার ভিসা ছাড়াই এক দেশ তেকে অন্যদেশে আসা যাওয়ার সম্মত হয়েছে এবং চুক্তিবদ্ধ হয়েছে ইউরোপের এমন ২৬ টি দেশ কে বোঝানো হয়।
ইউরোপীয় ইউনিয়ন এর দেশ মোট ২৭ টি
শেনজেনভুক্ত দেশে মোট-২৬ টি
ইউরোপীয় ইউনিয়ন এর দেশ- ২২ টি
ইউরোপীয় ইউনিয়ন এর বাহিরের দেশ-০৪ টি
ইউরোপীয় ইউনিয়ন এর মেম্বার কিন্তু এখনো শেনজেন চুক্তিতে প্রবেশ করেনি এমন দেশগুলো হলো:
১. আয়ারল্যান্ড
২. রোমানিয়া
৩. বুলগেরিয়া
৪. ক্রোয়েশিয়া
৫. সাইপ্রাস
চলুন এক নজরে দেখে নেই সেনজেন ভুক্ত ২৬ টি দেশ এর নাম:
১. বেলজিয়াম-১৯৮৫
২. ফ্রান্স-১৯৮৫
৩. জার্মাানি-১৯৮৫
৪. লুক্সেমবার্গ-১৯৮৫
৫. নেদারল্যান্ড-১৯৮৫
৬. ইতালি-১৯৯০
৭. পর্তুগাল-১৯৯১
৮. স্পেন-১৯৯১
৯. গ্রীস-১৯৯২
১০. অস্ট্রিয়া-১৯৯৫
১১. ডেনমার্ক-১৯৯৬
১২. ফিনল্যান্ড-১৯৯৬
১৩. সুইডেন-১৯৯৬
১৪. আইসল্যান্ড-১৯৯৬ (ইউরোপীয় ইউনিয়ন এর মেম্বার নয় কিন্তু শেনজেন)
১৫. নরওয়ে-১৯৯৬ (ইউরোপীয় ইউনিয়ন এর মেম্বার নয় কিন্তু শেনজেন)
১৬. চেক রিপাবলিক-২০০৩
১৭. এস্তোনিয়া-২০০৩
১৮. হাঙ্গেরী-২০০৩
১৯. লাটভিয়া-২০০৩
২০. লিথুয়ানিয়া-২০০৩
২১. মাল্টা-২০০৩
২২. পোল্যান্ড-২০০৩
২৩. স্লোভাকিয়া-২০০৩
২৪. স্লোভেনিয়া-২০০৩
২৫. সুইজারল্যান্ড-২০০৪ (ইউরোপীয় ইউনিয়ন এর মেম্বার নয় কিন্তু শেনজেন)
২৬. লিচেনস্টাইন-২০০৮ (ইউরোপীয় ইউনিয়ন এর মেম্বার নয় কিন্তু শেনজেন)
এছাড়াও সেনজেন না হওয়া সত্তেও শেনজেন এর সকল সুবিধা পাচ্ছে তিনটি দেশ
১. মোনাকো
২. সানমেরিনো
৩. ভ্যাটিক্যান সিটি
রোমনিয়ার উত্তর পূর্ব সীমান্তে রয়েছে ইউক্রেন ও মালডোভা পশ্চিমে রয়েছে হাঙ্গেরী এবং সার্বিয়া এবং দক্ষিনে বুলগেরিয়া।
রোমনিয়ার ভোগলিক রূপ বৈচিত্র এককথায় অসাধারন। এখানে আছে সাগর যাকে ব্ল্যাক সী বা কৃষ্ন সাগর বলা হয়। এই পুরো দেশটির ঠিক মাঝ বরাবর রযেছে কারাপাথিয়ান মাউন্টেন রেঞ্জ। প্রকৃতি প্রেমী বা ট্রাভেলারদের জন্য এই মাউন্টেন রেঞ্জ হতে পারে অন্যতম সেরা দর্শনীয় স্থান।
রোমানিয়ার রাজধানী বুখারেস্ট। এই দেশটি আয়তনে আমাদের বাংলাদেশ এর প্রায় দ্বিগুন। এর দেশটির আয়তন ২ লক্ষ ৩৮ হাজার ৪০০ বর্গ কিলোমিটার। তবে এই দেশটির মোট জনসংখ্যা মাত্র ১ কোটি ৯৫ লক্ষ। এর মধ্যে রাজধানী বুখারেস্টে এ বাস করে প্রায় ২০ লক্ষ মানুষ।
ইউরোপের দেশ রোমনিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাস্ট্র। অর্থাৎ এই দেশের কোন রাস্ট্রীয় ধর্ম নেই। তবে এখানকার বেশীরভাগ মানুষই খ্রীস্ট ধর্ম পালন করে থাকেন। আর মুসলমান এর সংখ্যা ৭০ থেকে ৮০ হাজার এর মত। আর সেকারনেই এই দেশে ঢাকার শহরের মত যেখানে সেখানে মসজিদ খুজে পাবেন না।
রোমানিয়ানরা তাদের কারেন্সী বা মুদ্রাকে লিউ বা লেই বলে থাকে। তাই এখানে সবকিছুই আপনি লিউ বা লেই হিসাবে দেখতে পারবেন।