রপ্তানী লাইসেন্স বা এক্সপোর্ট লা্রইসেন্স এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসসমূহ নিচে উল্লেখ করা হলো। বাংলাদেশ থেকে কোন পন্য বিদেশে ব্যবসায়িক উদ্দেশ্যে পাঠাতে হলে আপনাকে এই রপ্তানী লাইসেন্স গ্রহন করতে হবে। বাংলাদেশ সরকার রপ্তানীর ক্ষেত্রে ব্যবসায়ীদের বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই দেশীয় যে কোন পন্য বিদেশে রপ্তানীর ক্ষেত্রে সরকার শুল্ক হ্রাস সহ নানা সুযোগ সুবিধা দিয়ে থাকে।
(১) নির্ধারিত ফরমে আবেদনপত্র
(২) ট্রেড লাইসেন্সের মূল/সত্যায়িত কপি
(৩) চেম্বার/সংশ্লিষ্ট ব্যবসায়ের প্রতিনিধিত্বকারি ট্রেড এসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদের মূল/সত্যায়িত কপি
(৪) টিআইএন এর মূল/সত্যায়িত কপি
(৫) আবেদনকারীর পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি- ১ কপি
(৬) আবেদনকারীর জাতীয়তার সনদ/জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের মূল/সত্যায়িত কপি
(৭) ব্যাংক সচ্ছলতার সনদপত্রের মূল/সত্যায়িত কপি
(৮) অংশীদারী মালিকানার ক্ষেত্রে রেজিষ্টার্ড অংশীদারী দলিলের মূল/সত্যায়িত কপি
(৯) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অব এসোসিয়েশন ও সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের মূল/সত্যায়িত কপি
(১০) নির্ধারিত ফি জমা দেয়ার ট্রেজারী চালানের মূলকপি।