বিদেশ থেকে কোন প্রকার ট্যাক্স ছাড়া কি কি পন্য ফ্রিতে আনতে পারবেন তা নিয়েই আমাদের আজকের আলোচনা
বিদেশ থেকে আপনি ট্যাক্স ছাড়া কোন পন্য আনতে পারবেন। ট্যাক্স প্রদান করে কি কি আনতে পারবেন আর কি কি আনতে পারবেন না এই সকল বিষয় যে বিধিমালার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তা হলো। যাত্রী ব্যাগেজ আমদানী বিধিমালা ২০১৬।
এই যাত্রী ব্যাগেজ আমদানী বিধিমালা ২০১৬ টুরিস্ট যাত্রী অর্থাৎ যিনি কমপক্ষে ২৪ ঘন্টা এবং সর্বোচ্চ ৬ মাসের বেশী বাংলাদেশে অবস্তান করেন না এমন যাত্রী এবং কাস্টমস আইন কর্তৃক নির্ধারিত প্রিভিলাইজড পারসন অর্থাৎ বাংলাদেশী নন কিন্তু জাতিসংঘ বা এই জাতীয় আর্ন্তজাতিক সংস্তার কর্মকর্তা হিসেবে বাংলাদেশে কর্মরত আছেন। এই দুই শ্রেনীর যাত্রী ছাড়া সকলের জন্য প্রযোজ্য হবে।
অর্থাৎ সোজা কথায় আপনি যদি বাংলাদেশী হওয়া সত্তেও বাংলাদেশের বাহিরে কোথাও স্থায়ী ভাবে অথবা ৬ মাসের বেশী সময় ধরে বসবাস না করে থাকেন কিংবা আপনি যদি ভ্রমনের উদ্দেশ্যে বিদেশ গমন করে দেশে ফেরার সময় কিছু নিয়ে আসতে চান তাহলে এই টুরিস্ট ব্যাগেজ বিধিমালা আপনার জন্য প্রযোজ্য হবে।
এই বিধিমালায় ব্যাগেজ বলতে পরিধেয় কাপর, খাদ্য দ্রব্য, অন্যান্য ব্যাক্তিগত সামগ্রী যার প্রতিটি আইটেম এর ওজন ১৫ কেজির বেশী নয়। অথাৎ কোন একটি আইটেম ১৫ কেজীর বেশী হলে তা ব্যাগেজ হিসাবে ধরা হবে না। তখন তা ব্যবসায়ীক উদ্দেশ্য হিসেবে ধরে নেওয়া হবে।
এখানে যাত্রী বলতে বিদেশ থেকে আগত যাত্রীদের কে বোঝানো হয়েছে।
আপনি যদি বিমানে বা সাগরে জাহাজে করে বাংলাদেশে আসেন এবং আপনার বয়স যদি ১২ বৎসর বা তার বেশী হয় তাহলে আপনি হাতব্যাগ, কেবিনব্যাগ বা অন্য কে কোন উপায়ে আনা ব্যাগ সব মিলিয়ে মোট ৬৫ কেজী পর্যন্ত কোন প্রকার শুল্ক বা কর ছাড়া বাংলাদেশে আনতে পারবেন।
এছাড়াও উপরের ৬৫ কেজী ছাড়াও আপনি আরও অতিরিক্ত ৩৫ কেজী পর্যন্ত শুধুমাত্র পরিধেয় কাপর, খাদ্য দ্রব্য, অন্যান্য ব্যাক্তিগত সামগ্রী কোন প্রকার শুল্ক বা কর ছাড়া আনতে পারবেন।
এবং যাত্রীর বয়স যদি ১২ বৎসরের কম তাহলে সে সবোর্চ্চ ৪০ কেজী পর্যন্ত কার্টুন, বস্তা বা ব্যাগে ব্যাক্তিগত জিনিস পত্র আনতে পারবেন।
এই ব্যাগেজ বিধিমালা অনুযাযী আপনি শুধুমাত্র মোবাইল ফোন ব্যাতীত বাকি প্রত্যেকটি পন্য একটি করে কোন প্রকার শুল্ক বা কর ছাড়া আনতে পারবেন। আর কেবল মোবাইল ফোন ২ টি আনতে পারবেন।
তো চলুন জেনে নেই কর বা ট্যাক্স ছাড়া আপনি একটি করে কি কি আনতে পারবেন: সর্বমোট ২৫ টি পন্য আপনি ১ টি করে কোন প্রকার শুল্ক বা কর চাড়া আনতে পারবেন।
১. ক্যাসেট প্লেয়ার/ টু ইন ওয়ান
২. ডিস্কম্যান/ ওয়াকম্যান
৩. বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার
৪. ডেস্কটপ/ লেপটপ ইউপিএস সহ
৫. কম্পিউটার স্ক্যানার
৬. কম্পিউটার প্রিন্টার
৭. ফ্যাক্স মেশিন
৮. ভিডিও ক্যামেরা: ( প্রফেশনাল ক্যামেরা ব্যাতীত)
৯. স্টীল ক্যামেরা/ ডিজিটাল ক্যামেরা
১০. সাধারন বা কর্ডলেস টেলিফোন সেট
১১. সাধারন বা ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওভেন
১২. রাইস কুকার/ গ্যাস ওভেন/ প্রেশার কুকার
১৩ টোস্টার/ সেন্ড উইচ মেকার/ বেল্ন্ডার/ ফুড প্রসেসর/ জুসার/ কফি মেকার
১৪. সাধারন বা ইলেকট্রিক টাইপরাইটার
১৫. সাধারন বা ইলেকট্রিক সেলাই মেশিন
১৬. টেবিল ফ্যান/ প্যাডেস্ট্রাল ফ্যান বা সিলিং ফ্যান
১৭. স্পোর্টস সরঞ্জাম (ব্যাক্তিগত ব্যবহারের জন্য)
১৮. সর্বোচ্চ ১০০ গ্রাম ওজনের স্বর্নালংকার এবং সর্বোচ্চ ২০০ গ্রাম ওজনের রূপার অলংকার। তবে একই ডিজাইনের ১২ টির বেশী হওয়া যাবে না।
১৯. ১ কার্টুন সিগারেট
২০. ২৯ ইঞ্চি পর্যন্ত প্লাজমা/ এলইডি, এলসিডি ঠিভি
২১. ভিসিআর/ ভিসিপি
২২. সাধারন সিডি ও দুইট স্পীকার সহ কম্পোনেন্ট (ডিভিডি/ সিডি)
২৩. ৪ টি স্পীকার সহ কম্পোনেন্ট (ব্লু রে ডিস্ক প্লেয়ার)
২৪. এলসিডি কম্পিউটার মনিটর (১৯ ইঞ্চি পর্যন্ত)
২৫. দুটি মোবাইল ফান
২৬. সর্বোচ্চ ১৫ বর্গ মিটার আয়তন বিশিস্ঠ একটি কার্পেট