বাংলাদেশ থেকে পন্য রপ্তানী করতে চাইলে আপনাকে প্রথমেই বাংলাদেশে আপনার একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে। ট্রেড লাইসেন্স এর ব্যবসার ধরন এ রপ্তানী ক্যাটাগরীটি উল্লেখ থাকতে হবে। এরপর আপনার যে কাজ তা হলো রপ্তানী লাইসেন্স করা। দেশীয় পন্য রপ্তানীর ক্ষেত্রে বাংলাদেশ সরকার নানা সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তার মধ্যে অন্যতম হল শুল্ক বা কর রেয়াত সুবিধা। এই শুল্ক বা কর রেয়াত নিয়ে ভবিষৎ এ কোন আটির্কেলে আলোচনা করবো।
বাংলাদেশ থেকে পন্য রপ্তানীর পুরো প্রসেসটি নিয়ে পূর্নাঙ্গ একটি সিরিজ আপনাদের সামনে উপস্থাপন করবো। আজকের পর্বে আপনাদের জানাবো কি থাকবে এই পূর্নাঙ্গ সিরিজে।
১ম পর্বে থাকছে বাংলাদেশ থেকে পন্য রপ্তানী সিরিজ কি কি থাকছে তার বিবরন।
২য় পর্বে থাকছে কি কি পন্য বিদেশে রপ্তানী করা যায়। সে সম্পর্কে ধারনা
৩য় পর্বে থাকছে বাংলাদেশের সম্ভাবনাময় কিছু পন্যের তালিকা।
৪র্থ পর্বে থাকছে কোন জেলার কি ধরনের পন্য আপনি বিদেশে রপ্তানি করতে পারেন সে সম্পর্কে ধারনা
৫ম পর্বে থাকছে রপ্তানী শুরু করতে আপনার যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে।
৬ষ্ঠ পর্বে থাকছে রপ্তানী লাইসেন্স ছাড়া এজেন্ট এর মাধ্যমে পন্য রপ্তানীর নিয়ম।
৭ম পর্বে থাকছে একজন রপ্তানীকারকে বাংলাদেশ সরকার কি কি সুবিধা দিয়ে থাকে তা নিয়ে আলোচনা।
৮ম পর্বে আলোচনা করা হবে রপ্তানীর ধাপগুলো সম্পর্কে।