বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক বা প্রেম করে স্বেচ্ছায় শারিরীক সর্ম্পক করে ধর্ষন মামলা করা যাবেনা। আমরা যখন কোন প্রেম বা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হই তখন অনেকেই নিজেদের বিবেক বুদ্ধি বা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার চেস্টা করিনা আর বুঝতে পারলেও তা এরিয়ে চলি। প্রেমের সম্পর্ কে আবেগ তৈরী হয় যে আকাঙ্খা তৈরী হয় তা বেশীরভাগ ক্ষেত্রেই শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। এমন সময় আমরা উচিত অনুচিত ভাাবিনা।
দুইজন প্রাপ্ত বয়স্ক নারী বা পুরূষ যদি স্চ্ছোয় স্বজ্ঞানে নিজেদের মধ্যে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে সেই সম্পর্ককে ধর্ষন বলা যায়না। এক্ষেত্রে একজন নারী হিসেবে আপনি আদালতে গিয়ে ধর্ষন মামলা করতে পারবেন না। কেননা আপনি এই শারিরীক সম্পর্ক নিজে জেনে বুঝে করেছেন এবং আপনাকে কেউ জোর করেনি।
এখন আপনি যদি এমন ভাবেন যে যার সাথে আপনি স্বেচ্ছায় শারিরীক সম্পর্ক করেছেন সে যদি আপনাকে বিয়ে না করে তাহলে আপনি তার নামে ধর্ষন এর মামলা করবেন তাহলে আপনি ভুল চিন্তা করছেন। কেননা আপনাকে সে বিয়ে করবে এই প্রতিশ্রুতির কোন মুল্য নেই আদালতে। আর এই বিষয়ে যেহেতু কোন চুক্তি হয়না তাই এটা একধরনের প্রতারনা হলেও বাস্তবে এই বিষয় নিয়ে মামলা চলেনা। বরংচ বিয়ের প্রলোভন বলে যে অপবাদটা আপনি অপরপক্ষকে দিতে চান সেটা আসালে আপনার নিজের লোভের ই পরিনাম। তাই, আপনি কোন বিষয়ে লোভ করবেন আর সেটা না পেলে আইন আপনাকে সেটা পাইয়ে দিবে এটা চিন্তা করাটা বোকামী।
তাই এই ধরনের প্রেমের সম্পর্কে রিস্ক সম্পূর্ন আপনার হাতে। তাই কোন ধরনের শারিরীক সম্পর্ক করার আগে ভেবে চিন্তে করবেন।