ধর্ষন এর শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে অতি সম্প্রতি আইন পাশ হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইন এর ৯ (১) ধারা মতে কোন পুরুষ যদি কোন নারী বা শিশুকে ধর্ষণ করে তাহা হইলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইতে পারেন।
বিষয়টিকে যদি আরো পরিষ্কার ভাবে বলি তাহলে বিষয়টি এমন দ্বারায় যে যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যাতীত ষোল বৎসরের অধিক বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া অথবা ষোল বৎসরের কম বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।
নারী ও শিশু নির্যাতন আইন এর ৯ (২) এ বলা হয়েছে যদি কোন ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্যকোন কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে, তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দন্ডিত হবেন এবং ইহার অতিরিক্ত অন্যূন এক লক্ষ টাকা অর্থদণ্ডেও তিনি দন্ডিত হবেন।
নারী ও শিশু নির্যাতন আইন এর ৯ (৩) এ বলা হয়েছে যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন, তাহা হইলে ঐ দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দন্ডিত হবেন ইহার অতিরিক্ত অন্যূন এক লক্ষ টাকা অর্থদণ্ডেও তিনি দন্ডিত হবেন।