মুসলিম বিয়ের অন্যতম শর্ত হলো দেনমোহর। বিয়ের সময় কতটাকা দেনমোহর নির্ধারন হলো বা হচ্ছে তা নিয়ে বর বা কনে কেউই তেমন একটা গুরুত্ব দেননা। আর এই পুরো বিষয়টা ছেড়ে দেন পরিবারের হাতে। যেটা মোটেও উচিত নয়। প্রত্যেক বর বা কনেকে দেনমোহর এর বিষয়টি বুঝতে হবে এবং জেনে বুঝে তার পর দেনমোহর নির্ধারন করতে হবে।
একজন বরকে মনে রাখতে হবে যে দেনমোহর হলো স্ত্রীর কাছে আপনার ঋন যা আপনাকে পরিশোধ করে আপনার স্ত্রীকে আপনার জন্য হালাল করা হয়েছে। আপনি যদি এই দেনমোহর পরিশোদ না করেন তবে আপনি ধর্মীয় নীতি লঙ্ঘন করলেন। আর যদি আপনার স্ত্রী আপনার এই দেনমোহর লিখিত ভাবে মৌকুফ না করে তাহলে আপনাকে অবশ্যই দেনমোহর পরিশোধ করতে হবে। যদি আপনি তা না দেন তাহলে আপনার স্ত্রী আপনার বিরূদ্ধে মামলা করে সেই দেনমোহর আদায় করতে পারবে। তাই দেনমোহরের টাকা থেকে পরিত্রানের কোন সুযোগ নেই।
একজন কনেকে মনে রাখতে হবে এই দেনমোহর ইসলাম ধর্ম আপনাকে সম্মানস্বরূপ প্রদানের আদেশ দিয়েছেন। এটি একদিকে আপনার সম্মানের প্রতীক অন্যদিকে আপনার ভবিষৎ এর জন্য একটি আথির্ক নিরাপত্তা। তাই দেনমোহর আপনার অধিকার।
দেনমোহর নির্ধারনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দেনমোহরের টাকা পরিশোধ করার মত সক্ষমতা বরের আছে কিনা। যদি না থাকে যতটুকু সমক্ষতা আছে ততটুকুই যেন দেনমোহর নির্ধারন করা হয়। সমাজ রক্ষা করতে গিয়ে বা লোকে কি বলবে এসব ভেবে যদি বড় অংকের টাকা দেনমোহর রাখা হয় তাহলে ভবিষৎ এ বরকেই তার খেসারত দিতে হবে। আর কনেদের ক্ষেত্রে অবশ্যই কনের সামাজিক মর্যাদা আর বরের সক্ষমতার বিষয়টি মাথায় রেখে দেনমোহর করা উচিত। কখনোই যেন সার্মথ্যের বাইরে যেয়ে দেনমোহর নির্ধারন না হয় তা লক্ষ্য রাখবেন।