দেওয়ানী আদালত বা সিভিল কোর্ট এ যে ধরনের মামলা দায়ের করা যায়
জমিজমা বা আথির্ক বিষয় নিয়ে যে আদালত গঠিত হয়েছে তাকে দেওয়ানী আদালত বা ইংরেজীতে (Civil Court) বলা হয়ে থাকে। এই দেওয়ানী আদালতে যে ধরনের মামলা আপনি দায়ের করতে পারবেন তার একটা তালিকা নিচে দেওয়া হলো।
জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নিন্মের উল্লেখিতি মামলাসমূহ দায়ের করা যায়ঃ
ঘোষণামুলক মামলা
দলিল বাতিলের মামলা
দলিল সংশোধন সংক্রান্ত মামলা
চিরস্থায়ী নিষেধাজ্ঞা
বাটোয়ারা মামলা
চুক্তি রদ
সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মামলা
দখল পুনঃরুদ্ধার সংক্রান্ত মামলা
ভাড়াটিয়া উচ্ছেদ মামলা
ইজমেন্ট মামলা
টাকা মামলা
অগ্রক্রয় মামলা
হক সুফা অগ্রক্রয় মামলা
অর্পিত সম্পত্তি পুনঃরুদ্ধার মামলা
ভুমি জরিপ সংক্রান্ত মামলা
আদেশমূলক নিষেধাজ্ঞা মামলা
ক্ষুদ্র মামলা
আর্বিট্রেশন মামলা
সাকসেশন মামলা
নিচের উল্লেখিত মামলাসমূহ পারিবারিক মামলা নামে পরিচিত এই মামলা গুলো দেওয়ানী আদালতে দায়ের করা যায়ঃ
বিবাহ বিচ্ছেদ
দেন-মোহর
খোরপোষ
অভিভাবকত্ব
দাম্পত্য অধিকার পুনঃরুদ্ধার মামলা
অফিস সংক্রান্ত মামলা
ঘোষনা মামলা
আদেশমূলক নিষেধাজ্ঞা
স্থায়ী নিষেধাজ্ঞা
নির্বাচন সংক্রান্ত মামলা
চুক্তি রদ সংক্রান্ত মামলা
মুলত দেওয়ানী আদালতে উপরোক্ত মামলা সমূহ দায়ের করা হয়।