আরজেএসসি (RJSC) কী?
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) Register Of Joint Stock Companies And Firms (RJSC) হল বাংলাদেশ সরকারের একমাত্র অফিস যা বাংলাদেশের আইন অনুযায়ী কোম্পানি ও অন্যন্য প্রতিষ্ঠান গঠনের সুবিধা প্রদান করে এবং এর মালিকানা সম্পর্কিত সকল নথিপত্র সংরক্ষণ করে।
নিবন্ধক হলেন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধ অফিসের প্রধান কর্মকর্তা।
আরজেএসসি তে আপনি যে ধরনের প্রতিষ্ঠান নিবন্ধন করতে পারবেন তা নিচে দেওয়া হলোঃ
(ক) পাবলিক লিমিটেড কোম্পানি
(খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
(গ) বিদেশি কোম্পানি
(ঘ) ট্রেড অরগানাইজেশন (পেশাদার সংগঠন)
(ঙ) সোসাইটি (সমিতি), ফাউন্ডেশন, ট্রাস্ট এবং
(চ) পার্টনারশিপ ফার্ম (অংশীদারী কারবার)
উপরোক্ত প্রতিষ্ঠান সমুহের নিবন্ধন ছাড়াও আপনি আরজেএসসি (RJSC) তে কোম্পানী রিটার্ন প্রদান করা। চার্জ হস্তান্তর, সহ কোম্পানীর গঠরতন্ত্রে যে কোন ধরনের পরিবর্তন এবং উইন্ডিং আপ ইত্যাদি সকল গুরূত্বপূর্ন বিষয় আরজেএস এর মাধ্যমে করতে হবে।
অর্থাৎ আরজেএসসি তে নিবন্ধিত সকল ধরনের প্রতিষ্ঠানের অভিভাবক হলো আরজেএসসি।