জাল দলিল চেনার উপায় জানা থাকা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরূত্বপূর্নঃ একজন ক্রেতা হিসেবে সবার প্রথম কাজই হলো বিত্রেতা যে দলিলটি আপনাকে প্রদান করেছে তা কতটুকু সঠিক তা যাচাই এর মাধ্যমে নিশ্চিত হওয়া।
আর সেজন্য আপনি প্রোথমিক ভাবে নিচের পদ্ধতিগুলো অনুসরন করতে পারেন।
১) কোন দলিল জাল কিনা সন্দেহ হলে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে অবস্থিত রেকর্ড রুম থেকে সত্যায়িত কপি সংগ্রহ করুন। বালামে দলিলটি যদি পাওয়া না যায় বা কোন পরিবর্তন থাকে তাহলে দলিলটি জাল।
২) প্রত্যকটি দলিলে একটি ক্রমিক নম্বর ও দলিল নম্বর থাকে। দলিল নম্বর যদি ক্রমিক নম্বর থেকে বেশি হয় তাহলে বুঝবেন দলিলটি জাল।
৩) কোন দলিল আপনার কাছে জাল সন্দেহ হলে দলিল নম্বর ও টিপছাপ নম্বর খেয়াল করুন। দলিল নম্বর যদি টিপছাপ নম্বর থেকে বেশি হয় তাহলে দলিলটি জাল বলে সন্দেহ করা যেতে পারে ।