যে কোন দলিলের মাধ্যমে আপনার জমি প্রাপ্তিার পর আপনার মালিকানা এবং স্ব্ত্ব প্রতিষ্ঠার জন্য এবং ভবিষৎ অনাকাঙ্খিত আইনী ঝামেলা দুর করার জন্য নিচের উল্লেখিত কাজগুলো অবশ্যই করবেন।
১। দলিল রেজিস্ট্রির পর যত দ্রুত সম্ভব আমীন বা সাভের্য়ার দ্বারা জমি মেপে আগের মালিকের কাছ থেকে জমির দখল বুঝে নিতে হবে।
২। জমিতে আপনার প্রকৃত দখল প্রতিষ্ঠার জন্য জমিতে চাষাবাদ, ঘড়বাড়ি, গাছপালা ইত্যাদি যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠা করতে হবে।
৩। রেজিস্ট্রি অফিস থেকে মুল দলিল পেতে দেরী হলে মুল দলিলের নকল বা সাটির্ফােইড কপি সংগ্রহ করতে হবে।
৪। দলিলের নকল প্রাপ্তির পর দ্রুত সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভুমি অফিসে আবেদন করে নিজ নামে নামজারী বা মিউটেশন করতে হবে। নামজারী করতে দেরী হলে অসাধু বিক্রেতা আপনার ক্রয়কৃত জমি অন্যত্র বিক্রি করে দিতে পারে।
৫। সহকারী কমিশনার ভুমি অফিসে নামজারী সম্পন্ন হলে আপনাকে ডিসিআর এবং ভুমি উন্নয়ন কর পরিশোধ করে সেগুলোর কপি সংরক্ষন করতে হবে।
উপরের কাজগুলো সম্পন্ন করা একজন ক্রেতার জন্য খুবই জরুরী এবং গুরুত্বপূর্ন।