আপনি যদি কোন জমির দলিল রেজিস্ট্রেশন করতে চান। তাহলে আপনাকে অবশ্যই নিন্মোক্ত কাগজপত্র সংগ্রহ ও প্রস্তুত রাখতে হবে। জেনে নিন জমির দলিল রেজিস্ট্রির জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন।
১। সিএস/এসএ/আরএস/বিএস খতিয়ান এবং নামজারী খতিয়ান অর্থাৎ এলাকাভেদে সর্বশেষ জরিপের মাধ্যমে সৃষ্ট খতিয়ান এবং প্রযোজ্য ক্ষেত্রে দলিল এর মূল কপি অথবা সার্টিফাইড কপি।
২। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের রশিদ (দাখিলা)।
৩। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট এর কপি।
৪। উত্তরাধিকার সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ওয়ারিশ সনদ।
৫। দাতা-গ্রহীতার সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৬। প্রয়োজনীয় বায়া দলিল সমূহ (প্রযোজ্য ক্ষেত্রে)।
৭। TIN (টি.আই.এন) সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।
৮. মৌজা ম্যাপ
উপরোক্ত কাগজপত্র সংগ্রহ করে তারপর তা যাচাই বাছাই করে দলিল রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হলো।