জমির খাজনা বলতে যে শব্দটি আমরা বরবারেই শুনে এসেছি কালের বির্বতনে তাকেই আমরা ভুমি উন্নয়ন কর বলে অবিহিত করে থাকি। কেননা এখন আর নেই কোন জমিদার আর নেই কোন জমিদারী। তাই জমিদার আমলে যে খাজনা শব্দটির প্রচলন ছিল তা এখন আর নেই। তাই বাংলাদেশে বর্তমানে জমির খাজনা বলতে ভুমি উন্নয়ন করকেই বোঝানো হয়।
নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান আমনার এবং সরকারের উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ন
। যে সকল কারণে ভূমি উন্নয়ন কর সরকারের নিকট দাখিল করা জরুরি তা নিচে উল্লেখ করা হলোঃ
ভূমি উন্নয়ন কর
ভূমি মন্ত্রণালয়ের শাখা-৩ এর স্মারক নম্বর-ভূঃমঃ/শা-৩/কর/১০০/৯২-১০৬(১০০০); তারিখ: ৩০.০৫.১৯৯৫ প্রজ্ঞাপন মোতাবেক সর্বশেষ সংশোধিত ভূমি উন্নয়ন করের নির্ধারিত হার নিম্নরূপ:
১) কৃষি জমির ভূমি উন্নয়ন করঃ
জমির পরিমাণ | ভূমি উন্নয়ন করের হার |
(ক) ৮.২৫ একর পর্যন্ত | ভূমি উন্নয়ন কর দিতে হবে না |
(খ) ৮.২৫ একরের উর্দ্ধ এবং ১০.০০ একর পর্যন্ত | প্রতি শতাংশ ০.৫০ টাকা হারে |
(গ) ১০.০০ একরের উর্দ্ধে | প্রতি শতাংশ ১.০০ টাকা হারে |
২) অকৃষি জমির ভূমি উন্নয়ন করঃ (এই শ্রেণীর জমির ভূমি উন্নয়ন কর ব্যবহারভিত্তিক নির্ধারিত হবে)
শিল্প/বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমির করের হার | আবাসিক অথবা অন্যান্য কাজে ব্যবহৃত জমির করের হার | |
(ক) ঢাকা জেলার কোতয়ালী, মীরপুর, মোঃপুর, সূত্রাপুর, সবুজবাগ, ডেমরা, গুলশান, ক্যান্টনমেন্ট, উত্তরা, টঙ্গী, কেরানীগঞ্জ থানা এলাকা। | ১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতক | ২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
(খ) নারায়নগঞ্জ জেলার বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা। | ১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতক | ২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
(গ) গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা | ১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতক | ২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
(ঘ) চট্টগ্রাম জেলার কোতয়ালী, পাঁচলাইশ, ডবলমুরিং, সীতাকুন্ড, বন্দর, হাটহাজারী, পাহাড়তলী ও রাঙ্গুনিয়া। | ১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতক | ২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
(ঙ) খুলনা জেলার কোতয়ালী, দৌলতপুর, দিঘলিয়া ও ফুলতলা থানা এলাকা | ১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতক | ২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
(চ) অন্য সকল জেলা সদরের পৌর এলাকা | ২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ | ৭.০০ (সাত) টাকা প্রতি শতাংশ |
(ছ) জেলা সদরের বাইরে অন্যান্য পৌর এলাকা | ১৭.০০ (সতের) টাকা প্রতি শতাংশ | ৬.০০ (ছয়) টাকা প্রতি শতাংশ |
(জ) পৌর এলাকা ঘোষিত হয় নাই এমন এলাকা | ১৫.০০ (পনের) টাকা প্রতি শতাংশ | ৫.০০ (পাঁচ) টাকা প্রতি শতাংশ |