জন্ম নিবন্ধন সনদ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার প্রথম সরকারী দলিল। এই জন্ম নিবন্ধন এখনই অনেক ক্ষেত্রেই বাধ্যতামুলক করা হয়েছে। যাদের এখন পর্যন্ত এনআইডি বা জাতীয় পরিচয় পত্র হয়নি বা হওয়ার বয়স হয়নি। তাদের জন্য এই জন্ম সনদ এর বিকল্প কিছুই নেই। যে কোন সরকারী বেসরকারী সেবা গ্রহন বা কাজে জন্ম সনদ আপনাকে অবশ্যই দেখাতে হবে।
চলুন জেনে নেই কোন কোন ক্ষেত্রে জন্ম সনদ বাধ্যতামুলক করা হয়েছেঃ
১. পাসপোর্ট ইস্যু
২. বিবাহ নিবন্ধন
৩. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
৪. নিয়োগ বা যে কোন চাকুরী
৫. ড্রাইভিং লাইসেন্স
৬. ভোটার তালিকা প্রনয়ন
৭. জমি রেজিস্ট্রেশন
৮. জাতীয় পরিচয়পত্র পেতে
৯. লাইফ ইন্সুরেন্স পলিসি করতে
১০. ব্যাংক হিসেব খুলতে
১১. আমদানী রপ্তানী লাইসেন্স পেতে।
১২. বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সংযোগ পেতে।
১৩. টিন সাটির্ফিকেট পেতে
১৪. ঠিকাদারী লাইসেন্স পেতে
১৫. বাড়ির নকশা অনুমোদন
১৬. গাড়ির রেজিস্ট্রেশন
১৭. ট্রেড লাইসেন্স
১৮. টিকা দান
উপরোক্ত কাজগুলোতে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ জমা দিতে হবে।