চুক্তির শর্ত ভঙ্গ করলে বা কেউ যদি আপনার সাথে যে চুক্তি হয়েছে তা অস্বীকার করে চুক্তি অনুযায়ী তার দায়িত্ব পালন না করে তাহলে আপনি আদালতে মামলার মাধ্যমে তার প্রতিকার পেতে পারেন। এই ধরনের মামলা কে চুক্তি প্রবলের মামলা বলা হয়।
চুক্তি প্রবলের মামলা চুক্তি সম্পাদনের পর কোনো পক্ষ চুক্তির শর্ত লঙ্ঘন করলে বা চুক্তি অস্বীকার করলে অপর পক্ষ ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন এর ১২ ধারা অনুযায়ী আদালতে চুক্তি প্রবলের মামলা করতে পারবেন ৷
এরূপ মামলা চুক্তি সম্পাদনের তারিখ হতে বা চুক্তি অস্বীকারের তারিখ হতে ৩ বছরের মধ্যে করা যায় (১৯০৮ সালের তামাদি আইনের ৯১ অনুচেছদ)।
কেউ যদি আপনার সাথে জমি বিক্রয়ের বায়না চুক্তি করে পরবর্তীতে কাওলা/কবলা দলিল সম্পাদন করতে গড়িমসি করে তাহলে আপনি একজন ক্রেতা হিসেবে চুক্তি প্রবলের মামলা করলে আদালত বিক্রেতাকে দলিল সম্পাদনের জন্য নির্দেশ দিবেন। এমনকি আদালত স্বয়ং বা প্রতিনিধির মাধ্যমে কাওলা/কবলা দলিল সম্পাদন করে তা রেজিষ্ট্রির জন্য সাব-রেজিষ্ট্রি অফিসে প্রেরণ করতে পারেন ৷ এরূপ দলিলই হলো আদালতের দলিল ৷
আর এভাবেই আপনি যে কোন চুক্তি কে অপরপক্ষকে মানতে বাধ্য করতে পারেন।