কোম্পানী রেজিস্ট্রেশন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আসলে খুব বেশী নয়। যেহেতু এটি ব্যবসায়ের একটি প্রাথমিক পর্যায় তাই এখানে ডকুমেন্টস এর আধিক্য নেই বললেই চলে। চলুন জেনে নেওয়া যাক আপনার কি কি প্রয়োজন হবে একটি কোম্পানী রেজিস্ট্রশন করতে।
১. যতজন পরিচালক বো শেয়ারহোল্ডার থাকবেন প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট।
২. যতজন পরিচালক বো শেয়ারহোল্ডার থাকবেন প্রত্যেকের টিন সাটির্ফিকেট।
৩. যতজন পরিচালক বো শেয়ারহোল্ডার থাকবেন প্রত্যেকের স্থায়ী ঠিকানা
৪. যতজন পরিচালক বো শেয়ারহোল্ডার থাকবেন প্রত্যেকের সাম্প্রতিক ৪ কপি ছবি।
৫. নামের ছারপত্র
৬. স্বাক্ষরকৃত ফরম IX এবং সাবস্ক্রাইবার পেইজ
৭. কোম্পানীর জন্য একটি ঠিকানা প্রয়োজন হবে। (আবাসিক বা ব্যবসায়িক যে কোন ঠিকানা হলেই হবে)
১. প্রত্যেক শেয়ারহোল্ডার বা পরিচালকের পাসপোর্ট লাগবে
২. এবং সেই সাথে পেইড আপ ক্যাপিটাল এর সমপরিমান টাকা প্রস্তাবিত কোম্পানীর নামে একটি ব্যাংক হিসেব খুলে সেখানে পাঠাতে হবে। এবং ব্যাংক থেকে একটি এনক্যাশসেন্ট সাটির্ফিকেট গ্রহন করতে হবে।