কোম্পানীর নামের ছাড়পত্র হলো কোম্পানী রেজিস্ট্রেশন প্রথম ধাপ। এই ধাপটি বর্তমানে খুবই সহজ এবং দ্রুত।
কোন কোম্পানীর নাম নির্বাচন খুবই গুরূত্বপূর্ন একটি বিষয়। কোম্পানীর নামের সাথে কোম্পানীর ভবিষৎ ব্যান্ডিং প্রচারনা এবং পরিচিতি কত দ্রুত অর্জন হয় তা অনেকটাই নির্ভর করে। সাধারন ছোট এবং সহজবোধ্য নাম খুজে পাওয়াটা খুবই কঠিন একটি কাজ। অনেক সময়ই দেখা যায় আপনি এমন একটি নাম নির্বাচন করেছেন যেটা ইতিমধ্যেই আরজেএসসি ওয়েবসাইটে গিয়ে দেখতে পেলেন যে অন্য কেউ সেই নামে ইতিমধ্যেই কোম্পানী পরিচালনা করছেন। তাই সেই নাম নিয়ে আপনার সমস্ত পরিকল্পনা তখনই নস্ট হয়ে যাবে। আর যেহেতু আমরা বরাবরই গতানুগতিক ব্যবহৃত নাম গুলোকেই আমাদের ব্যবসার নাম হিসেবে ব্যবহার করতে চাই। তাই দেখা যায় সেই নামে ইতিমধ্যেই কোম্পানী রয়েছে। তাই একই নাম যেহেতু অন্য কেউ ব্যবহার করতে পারেনা সেই জন্য আপনার পছন্দকৃত নামটি প্রথমেই আগে চেক করে নিন যে অন্য কেউ সেই নাম ব্যবহার করে কোন কোম্পানী নিবন্ধন বা সেই নামকে রেজিস্ট্রেশন করে নিয়েছে কিনা। আর এই বিষয়টি চেক করার জন্য নিচের প্রদত্ত লিংকে যান।
নাম চেক করতে এখানে ক্লিক করূনঃ
এর পর প্রথমে আপনার প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করূন। অর্থৎ কোম্পানী করতে চাইলে কোম্পানী বা অন্য কোন প্রতিষ্ঠান করতে চাইলে সেটা সিলেক্ট করূন।
২য় ধাপে আপনার পছন্দ করা বা বাছাইকৃত নামটি এই ঘড়ে লিখুন।
৩য় ধাপে যে কোডগুলো দেখতে পাচ্ছেন তা টাইপ করূন।
৪র্থ ধাপে সার্চ এ ক্লিক করূন।
যদি আপনার নামটি খালি থাকে তাহলে আপনি কোন কোম্পানীর নাম দেখতে পারবেন না। এবং সেই নামটি আপনি নামের ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেন।
আর যদি খালি না থাকে তাহলে আপনি একই নামে অন্য আর কোন কোন কোম্পানী রেজিস্ট্রেশন হয়েছে তা দেখতে পারবেন।