কানাডা ইমিগ্রেশন লক্ষ লক্ষ ইমিগ্রেশন প্রত্যাশীদের জন্য এক স্বপ্নের নাম। করোনা মহামারী কিছুটা শিথীল হতেই কানাডা সরকার আবারও শুরূ করলো কানাডা ইমিগ্রেশন পোগ্রাম এক্সপ্রেস এন্ট্রি এর ড্র। গত সপ্তাহে ৭ই জানুয়ারী প্রথম ড্র তে সিআরএস (CRS Score) স্কোর এর কাট অফ পয়েন্ট ছিলো ৪৬১ যা গত ২১ শে জানুয়ারী ২য় ড্র তে কমে কাট অফ পয়েন্ট হয় ৪৫৪। যা অসংখ্য ইমিগ্রেশন প্রত্যাশীকে স্বপ্ন পুরনে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল এই কাট অফ পয়েন্ট।
শীঘ্রই এই ৪৬২৬ জনকে আইটিএ (ITA) পাঠানো হবে।
এছাড়াও গত ২০ শে জানুয়ারী পিএনপি পোগ্রামে কাট অফ পয়েন্ট ছিল ৭৪১। সব মিলিয়ে কানাডা ইমিগ্রেশন প্রত্যাশী যাদের পয়েন্ট ৪৫০ বা তার বেশী তাদের স্বপ্ন পুরন এর সম্ভাবনা অনেকটাই প্রবল হলো।