আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় তথ্য প্রদানকেই এজাহার বলে। ঘটনা দেখেছেন বা শেুনেছেন এমন যে কোন ব্যাক্তিই এজাহার দায়ের করতে পারেন।
থানায় এজহার দায়ের করবেন যেভাবে
আপনার বা আপনার পরিচিত কোন ব্যক্তির বিরুদ্ধে কেঊ কোন প্রকার অপরাধ করলে আপনি যা দেখেছেন এবং শুনেছেন তা যথাযথভাবে ও সত্যিকারভাবে দরখাস্থের মতো করে লিখে থানায় কর্তব্যরত ডিউটি অফিসারের সামনে উপস্থাপন করতে হবে।
আপনার অভিযোগ মৌখিকভাবে থানায় কর্তব্যরত ডিউটি অফিসারকে অবহিত করতে পারেন। আপনার মৌখিক অভিযোগের ভিত্তিতে ডিউটি অফিসার অভিযোগকে যথাসম্ভব আপনার ব্যক্ত ভাষায় লিখবেন।
এজাহারে আপনাকে ঘটনার তারিখ, সময়, ও স্বাক্ষীদের নাম সহ বিস্তারিত বিবরন প্রদান করতে হবে। মনে রাখতে হবে এজাহার মামলার খুবই গুরুত্বপূর্ন একটি অংশ। এটার ভিত্তিতেই মামলাকে আরো বেশী জোড়ালো ও মজবুত করা সম্ভব।