আমদানী ব্যবসার লাইসেন্স করতে নিচের ডকুমেন্টস গুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে। বিদেশ থেকে বৈধ ভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে কোন পন্য আনতে চাইলে আপনাকে অবশ্যই আমদানী লাইসেন্স করতে হবে।
(১) নির্ধারিত ফরমে আবেদন
(২) ট্রেড লাইসেন্সের মূল/সত্যায়িত কপি
(৩) চেম্বার/সংশ্লিষ্ট ব্যবসায়ের প্রতিনিধিত্বকারি ট্রেড এসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদের মূল/সত্যায়িত কপি
(৪) ব্যাংক সচ্ছলতার সনদপত্রের মূল/সত্যায়িত কপি
(৫) টিআইএন এর মূল/সত্যায়িত কপি
(৬) আবেদনকারীর পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি -১ কপি
(৭) আবেদনকারীর জাতীয়তার সনদ/জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের মূল/সত্যায়িত কপি
(৮) অংশীদারী মালিকানার ক্ষেত্রে রেজিষ্টার্ড অংশীদারী দলিলের মূল/সত্যায়িত কপি
(৯) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অব এসোসিয়েশন ও সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের মূল/সত্যায়িত কপি
(১০) নির্ধারিত ফি জমা দেয়ার ট্রেজারী চালানের মূলকপি।
উপরোক্ত ডকুমেন্টস সমুহ প্রস্তুত থাকলে আপনি ১ সপ্তাহের মধ্যেই আমদানী লাইসেন্স তৈরী করতে পারবেন।
এ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ
সূপ্রীম কোর্ট অফ বাংলাদেশ