হেবানামা বা হেবা দলিল বৈধ হতে হলে আইন অনুযায়ী অবশ্যই কিছু শর্ত পালন করতে হবে।
সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২, এর ১২২ ধারায় বলা হয়েছে,”কোন সম্পত্তি দাতা কর্তৃক কোন ব্যক্তিকে স্বেচ্ছা প্রণোদিত হয়ে এর কোন পণ গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে হস্তান্তরকরলে এবং গ্রহীতা বা তার পক্ষে কোন ব্যক্তি সেটি গ্রহণকরলে তাকে দান বা হেবা বলে”
হেবা/দান বৈধ হওয়ার শর্তবলী সমূহ নিন্মে উল্লেখ করা হলোঃ
(১)দাতা কর্তৃক দানের (ইজাব)ঘোষণা প্রদান।
(২)গ্রহীতা বা তার পক্ষ হতে দান গ্রহন(কবৃল) করা
(৩)দাতা কর্তৃক গ্রহীতাকে দানকৃতসম্পত্তির দখল প্রদান। দান গ্রহণেরপূবেই গ্রহীতা মারা গেলে দানবাতিল হয়ে যাবে।
(১) দাতার জীবনকালের মধ্যে দানকার্য সম্পন্ন হতে হবে।
(২)দান গ্রহণের পূবে দাতার মৃত্যহলে দান বাতিল বলে গণ্য হবে।
(৩)দানের সময় সম্পত্তিতে দাতারমালিকানা ও দখল থাকতে হবে।
(৪)দান স্বেচ্ছায় এবং পণবিহীনহতে হবে।
(৫)দাতাকে সুস্থ মস্তিস্কসম্পন্ন ওসাবালক হতে হবে।
(৬)দান গ্রহীতা মানসিকভারসাম্যহীন বা নাবালক হলে তারপক্ষে অভিভাবক দান গ্রহনকরতে পারবেন।
(৭)মুসলিম আইন অনুযায়ী দাতা তারসমুদয় সম্পত্তি যে কাউকে দানকরতে পারেন।
তবে দায়ভাগ মতে একজন হিন্দু যাদের ভরণপোষণে আইনত বাধ্য তাদের জন্য উপযুক্ত বব্যস্থা রাখার পর বাকী সম্পত্তি দান করতে পারেন।
(৮)দখল হস্তান্তরের পুর্বে দানপ্রত্যাহার করা যায়। দখল হস্তান্তরেরপরে দান প্রত্যাহারের জন্যআদালতের ডিক্রী লাগবে।