1. admin@lawsnlawyers.com : lawsnlawyersbangla :
রপ্তানী লাইসেন্স (এক্সপোর্ট লাইসেন্স) এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস - Free Legal Advice Magazine in Bangladesh
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রম আদালতে কখন মামলা করতে পারবেন না শ্রম আদালতে মামলা করার নিয়ম।লেঅফ/ছাটাই/ডিসচার্জ/বরখাস্ত/অপসারন করলে করনীয় শ্রম আইন অনুযায়ী আপনি কি শ্রমিক নাকি কর্মী? চলুন জেনে নেই। বিদেশ থেকে কোন প্রকার ট্যাক্স ছাড়া কি কি পন্য ফ্রিতে আনতে পারবেন ইনকাম ট্যাক্স বা আয়কর রিটার্ন ২০২১ সালে কিভাবে হিসাব করবেন। Income Tax Calculation Process 2021 রোমানিয়া ওয়ার্ক পারমিট নিয়ে কেন যাবেন? রোমনিয়া কি শেনজেন দেশ। চলুন জেনে নেই। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার কি কি ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে জেনে নিন। বায়না চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১ বছরের মধ্যে সাফ কবলা রেজিস্ট্রেশন না করলে পাবেন না আইনী প্রতিকার বায়না দলিল করার কত দিনের মধ্যে তা রেজিস্ট্রেশন করবেন জেনে নিন ১ম বিয়ে গোপন রেখে স্ত্রীর ২য় বিয়ে। ২য় স্বামী কি আইনগত প্রতিকার পাবে চলুন জেনে নেই।

রপ্তানী লাইসেন্স (এক্সপোর্ট লাইসেন্স) এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

রিপোর্টার
  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৮৪ Time View
রপ্তানী লাইসেন্স
রপ্তানী লাইসেন্স

রপ্তানী লাইসেন্স বা এক্সপোর্ট লা্রইসেন্স এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসসমূহ নিচে উল্লেখ করা হলো। বাংলাদেশ থেকে কোন পন্য বিদেশে ব্যবসায়িক উদ্দেশ্যে পাঠাতে হলে আপনাকে এই রপ্তানী লাইসেন্স গ্রহন করতে হবে। বাংলাদেশ সরকার রপ্তানীর ক্ষেত্রে ব্যবসায়ীদের বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই দেশীয় যে কোন পন্য বিদেশে রপ্তানীর ক্ষেত্রে সরকার শুল্ক হ্রাস সহ নানা সুযোগ সুবিধা দিয়ে থাকে।

রপ্তানী লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

(১) নির্ধারিত ফরমে আবেদনপত্র

(২) ট্রেড লাইসেন্সের মূল/সত্যায়িত কপি

(৩) চেম্বার/সংশ্লিষ্ট ব্যবসায়ের প্রতিনিধিত্বকারি ট্রেড এসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদের মূল/সত্যায়িত কপি

(৪) টিআইএন এর মূল/সত্যায়িত কপি

(৫) আবেদনকারীর পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি- ১ কপি

(৬) আবেদনকারীর জাতীয়তার সনদ/জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের মূল/সত্যায়িত কপি

(৭) ব্যাংক সচ্ছলতার সনদপত্রের মূল/সত্যায়িত কপি

(৮) অংশীদারী মালিকানার ক্ষেত্রে রেজিষ্টার্ড অংশীদারী দলিলের মূল/সত্যায়িত কপি

(৯) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অব এসোসিয়েশন ও সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের মূল/সত্যায়িত কপি

(১০) নির্ধারিত ফি জমা দেয়ার ট্রেজারী চালানের মূলকপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2021 Lawsnlawyers.com
Developed By Lawsnlawyers