1. admin@lawsnlawyers.com : lawsnlawyersbangla :
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি কি এবং কখন করতে হয়। - Free Legal Advice Magazine in Bangladesh
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রম আদালতে কখন মামলা করতে পারবেন না শ্রম আদালতে মামলা করার নিয়ম।লেঅফ/ছাটাই/ডিসচার্জ/বরখাস্ত/অপসারন করলে করনীয় শ্রম আইন অনুযায়ী আপনি কি শ্রমিক নাকি কর্মী? চলুন জেনে নেই। বিদেশ থেকে কোন প্রকার ট্যাক্স ছাড়া কি কি পন্য ফ্রিতে আনতে পারবেন ইনকাম ট্যাক্স বা আয়কর রিটার্ন ২০২১ সালে কিভাবে হিসাব করবেন। Income Tax Calculation Process 2021 রোমানিয়া ওয়ার্ক পারমিট নিয়ে কেন যাবেন? রোমনিয়া কি শেনজেন দেশ। চলুন জেনে নেই। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার কি কি ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে জেনে নিন। বায়না চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১ বছরের মধ্যে সাফ কবলা রেজিস্ট্রেশন না করলে পাবেন না আইনী প্রতিকার বায়না দলিল করার কত দিনের মধ্যে তা রেজিস্ট্রেশন করবেন জেনে নিন ১ম বিয়ে গোপন রেখে স্ত্রীর ২য় বিয়ে। ২য় স্বামী কি আইনগত প্রতিকার পাবে চলুন জেনে নেই।

অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি কি এবং কখন করতে হয়।

রিপোর্টার
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭০৯ Time View
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ এ্যাটর্নি
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ এ্যাটর্নি

অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্যের বিনিময়ে প্রদত্ত) [Irrevocable Power of Attorney (in exchange of consideration)]

স্থাবর সম্পত্তির বিপরীতে পণমূল্য গ্রহণের বিনিময়ে ভূমি উন্নয়নসহ উক্ত দলিল সম্পাদনের ক্ষমতা প্রদান সম্পর্কিত কোন পাওয়ার অব অ্যাটর্নিকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্যের বিনিময়ে প্রদত্ত) বলে।

উল্লেখ্য, ভূমি উন্নয়ন’ বলতে ব্যবস্থাপনা ও বিক্রয়ের নিমিত্ত আবাসিক বা বাণিজ্যিক প্লট প্রস্তুত, অথবা এপার্টমেন্ট বা মিশ্র ফ্লোর স্পেস বা ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে কোন প্লট বা ভূমির উন্নয়ন বুঝায়।

তাছাড়া, পণমূল্য অর্থ কোন ভূমি উন্নয়নের নিমিত্ত অপ্রত্যাহারযোগ্য পাওয়ারগ্রহীতা যে অংশ বিক্রয় বা হস্তান্তরের ক্ষমতাপ্রাপ্ত হন। তার বাজারমূল্য ও পাওয়ারদাতা কর্তৃক গৃহীত কোন অর্থ, যদি থাকে, যা দলিলের মূল্য হিসেবে গণ্য হয়।

সহজ ভাষা বলতে গেলে, যখন কোন সম্পত্তি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট কোন মুল্য গ্রহন এর বিনিময়ে বন্ধক বা গচ্ছিত হয় তখন সেই মূল্য পরিশোধে ব্যার্থ হলে সেই সম্পত্তিটি বিক্রি বা হস্তান্তর করার ক্ষমতা প্রদান করে যে দলিলটি করা হয় তাকেই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ এর্টনী বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2021 Lawsnlawyers.com
Developed By Lawsnlawyers