বিআরএস/বিএস/সিটিজরিপ/মহানগর জরিপ যাই বলিনা কেন মুলত এই সবগুলোই দেশের চলমান ও সর্বশেষ জরীপকেই বোঝানো হয়। মূলত উপরোক্ত বিআরএস/বিএস/সিটিজরিপ/মহানগর জরিপ যে নামেই বলিনা কেন এই সমস্ত খতিয়ানগুলোর যদি গেজেট প্রকাশিত হয়ে যায়।এবং গেজেট প্রকাশের পর যদি খতিয়ানে কোন ভুল পরিলক্ষিত হয় তাহলে ১ বছরের মধ্যে ভুমি জরিপ ট্রাইবুনালে মামলা করতে হবে। এছাড়াও ১বছরের সময়ের মধ্যে কোন কারনে মামলা করতে না পারলে উপযুক্ত কারন দেখিয়ে আরো ১ বছর সময় পাওয়া যায়। অর্থাৎ গেজেট প্রকাশের সবোর্চ্চ দুই বছরের মধ্যে ভুমি জরিপ ট্রাইবুনালে মামলা করা যাবে।
মামলা করার জন্য বেধে দেওয়া দুই বছর সময় অতিবাহিত হয়ে গেলে ভুমি জরিপ ট্রাইবুনাল এ আর কোন মামলা দায়ের করা যাবেনা। তবে আপনি চাইলে দেওয়ানী আদালতে খতিয়ান বা ম্যাপ বেআইনী ঘোষনা চেয়ে ঘোষনামূলক মোকদ্দমা দায়ের করতে পারেন।
ইব্রাহীম খলিল পলাশ (আইনজীবী, সূপ্রীম কোর্ট অফ বাংলাদেশ)