প্রতারনা আমাদের সমাজের একটি বহুল সংগঠিত অপরাধ। আমাদের সমাজে প্রতারনার মত অপরাধ একটি স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। আমরা প্রতি নিয়তই কোন কোন ভাবে কাউকে না কাউকে ঠকানোর প্রতিযোগিতায় লিপ্ত। অন্যকে ঠকিয়ে অন্যকে বিপদে ফেলে আর্থিক শারিরীক বা মানসিক ভাবে লাভবান হওয়ার নামই প্রতারনা। একটু যদি আমরা চিন্তা করে দেখি তাহলে আমরা সহজেই অনমান করতে পারি যে, আর্থিক বা মানসিক ভাবে লাভবান হওয়ার জন্য আমাদের সমাজে প্রতিনিয়ত কিছু অসাধু লোক ফাদঁ পেতে থাকে। সহজ সরল অনেক সাধারন মানুষই এই অসাধুৃ মুখোশ ধারী লোকদের আসল রূপ অনেক সময় বুঝতে পারেনা। আর যার ফলে নিজের সবকিছু হারিয়ে কেউ নেমে যায় পথে আর প্রতারক হয়ে যায় আঙ্গুল ফুলে কলাগাছ।
প্রতরকদের শাস্তি প্রদানের জন্য কিন্ত দন্ডবিধিতে শাস্তির বিধান রয়েছে কিন্ত কেন জানি এই অপরাধটি আমাদের দেশের একটি নৈমিত্তিক ঘটনা। তবে অপরাধীকে ছেড়ে না দিয়ে তার বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াই হবে একজন আদর্শ নাগরিক হিসেবে আপনার কর্তব্য।
চলুন প্রথমেই জেনে নেই
বাংলাদেশ দন্ডবিধির ৪১৭ ধারা অনুযায়ী কোন ব্যাক্তি যদি প্রতারনা করে সেই ব্যক্তি যেকোন বর্ননার কারাদন্ডে যাহার মেয়াদ এক বৎসর পর্যন্ত হইতে পারে বা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হইবে।
প্রতারনার কিছু ধরন রয়েছে আর সেই ধরন অনুসারে প্রতারনার শাস্তিও ভিন্ন হতে পারে।
কোন ব্যক্তি যদি অপরের রূপ ধারন করিয়া বা নিজেকে অপর কোন ব্যাক্তি পরিচয় দিয়া বা তিনি যা নন সেই পরিচয় প্রদান করেন তাহলে ধারা ৪১৯ অনুযায়ী তিনি শাস্তি ভোগ করিবেন।
বাংলাদেশ দন্ডবিধির ধারা ৪১৯ অনুযায়ী যে ব্যক্তি অপরের রূপ ধারন করে বা মিথ্যা পরিচয় দিয়া প্রতারনা করে তিনি যে কোন বর্ননার কারাদন্ডে যাহার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হইবেন।
অবৈধ বা অসাধুভাবে অর্থ বা সম্পত্তি লাভের জন্য যে কোন প্রকার কুপ্ররোচনা বা উদ্যোগ গ্রহন করলে এই ধারা অনুযাযী তার বিচার করা সম্ভব।
এই ধারা অনুযায়ী অপরাধ করলে তিনি সর্বোচ্চ সাত বৎসর পর্যন্ত দন্ডিত হইবেন তদুপরি অর্থদন্ডে ও দন্ডিত হইবেন।
কেউ যদি আপনার সাথে কোন ধরনের প্রতারনা করে তবে সেটা যদি আপনি দ্রুত বুঝতে পারেন তাহলে আপনার তাৎক্ষনিক ভাবে থানায় একটি জিডি করতে হবে। চেস্টা করূন যতটুকু সম্ভব প্রতারনার প্রমান সংরক্ষন করার। এবং তার পর সরাসরি আইনজীবীর সাথে যোগোযোগ করে আদালতে মামলা দায়ের করূন। মনে রাখবেন আদালতে মামলা দায়ের করতে আপনি যত বেশী দেরী করবেন। আপনার মামলাটি তত দুর্বল হয়ে যাবে।
এছাড়াও প্রতারনা সর্ম্পতি আরো জানতে এই ভিডিওটি দেখুন