পিতা মাতার ভরনপোষন দেওয়া সত্যিই কি আমাদের জন্য বোঝা? সরকার পিতা মাতার ভরনপোষন আইন ২০১৩ প্রনয়ন করেছে। তাহলে কি পিতামাতাকে তার সন্তানের বিরুদ্ধে মামলা করতে হবে ভরনপোষনের জন্য? আমরা কি এতটাই অধম, আমরা কি এতটাই স্বার্থ পর? আমরা কি এতটাই অমানবিক? চলুন এ বিষয়ে কিছু বলার আগে একটু পেছনে ফিরে যাই। একজন মা তার সন্তানকে গর্ভে ধারন এর পর থেকে কত যত্ন করে ১০ মাস ১০ দিন পেটের মধ্যে রাখেন। খুব যত্ন করে সাবধানে চলাফেরা করেন যাতে তার পেটের মধ্যে থাকা সন্তানটির কোন সমস্যা না হয়। ভালো ভালো খাবার খাওয়ার চেস্টা করেন যাতে তার সন্তানটি সুস্থ থাকে। এর পর শেষ মুহুর্তে অসহ্য যন্ত্রনা আর ভয় নিয়ে পেট থেকে বের হয় বাবা মার আদরের সন্তানটি। সন্তান জন্মের ওই মূহুর্তে বাবার চোখে মুখে ভয়, দুঃচিন্তা আর চাপা আনন্দ সব মিলিয়ে এক কঠিন সময় পার করেন বাবা। আর মা তার জীবন বাজি রেখে জন্ম দেন আপনাকে, আমাকে আমাদের সকলকে।
এর পর জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত বাবা-মা কত যত্ন আর পাহাড়ায় আমোদেরকে বড় করে তোলেন। বাবা মা তাদের সাধ্যের মধ্যে সবসময়ই চেস্টা করেন আমাদের সকল আবদার মেটানোর। কখনও পারেন আবার কখনও সংসার নামক যন্ত্রটি চালানোর জন্য হিমশিম খেয়ে ওঠেন। কিন্তু তারপরও বাবা মা তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তাদের চেস্টার কোন কমতি করেন না। বাবা মা সন্তানের এক মধৃুর সম্পর্ক বেশকিছু কাল আগেও লক্ষ্য করা গেছে আমাদের এই সমাজে। কিন্তু দিন যত বদলাচ্ছে আমরা যতটা নিজেদেরকে আধুনিক করেছি। আধুনিকতার চাদর পরে বাবা মায়ের প্রতি সেই মায়া মমতা ভুলতে বসেছি।
অনেক বাবা মায়ের কাছেই টাকা পয়সা বা ভরনপোষনের চেয়ে তাদের সন্তানের সান্বিধ্যটাই অনেক বড় পাওয়া। কিন্তু এমন ও অনেক সন্তান আছেন টাকা পয়সা তো দুরের কথা বাবা মায়ের সাথে ফোনে দুই এক মিনিট কথা বলার পর্যন্ত সময় হয়না। আসলে তাদের এই বোধটাই আসেনা যে বাবা মাকে অন্তত ফোন দিয়ে খবর নেই। জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত বাবা মা যে কস্ট, যে ত্যাগ আমাদের জন্য করেছেন টাকা দিয়ে তার ঋন কোনদিন শোধ করা কারো পক্ষেই সম্ভব না। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় গরীব বাবা মা আছেন যারা দু বেলা খাবার পর্যন্ত ঠিকমত খেতে পারেন না।
এই পৃথিবীতে বাবা মা এমন দুইজন মানুষ তারা যত কস্টেই থাকুক না কেন সন্তানের কোন কস্ট তারা সহ্য করতে পারেন না। তাই সরকার পিতা মাতার ভরনপোষনের জন্য আইন তো করেছে ঠিকই কিন্তু ভরনপোষনের জন্য কোন পিতা মাতা তার সন্তানের জন্য মামলা করেছে এমন পিতা মাতা খুবই কম। তারপর ও সরকার যেই আইনটি করেছে এই আইনের মাধ্যমে কোন পিতা মাতা চাইলে তার সন্তানের বিরুদ্ধে ভরনপোষনের মামলা করতে পারেন। পিতা মাতার ভরনপোষন আইন ২০১৩ অনুযায়ী ভরনপোষন বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও সঙ্গপ্রদানকে বোঝানো হয়েছে। এই আইন অনুযায়ী সন্তান বলতে সক্ষম ও সামর্থ্যবান ছেলে ও মেয়ে উভয়কেই বোঝানো হয়েছে।
এই আইন অনুযায়ী কোন সন্তান তার পিতা মাতার ভরনপোষন না দিলে সবোর্চ্চ ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদন্ড ভোগ করতে হতে পারে।