পর্তুগাল এসে লিগ্যাল এন্ট্রি করার নিয়ম (Portugal Legal Entry)। লিগ্যাল এন্ট্রি করার সর্ম্পুন গাইডলাইন পাবেন এ লেখায়। ভিউয়ারস, কেমন আছেন সবাই। নিশ্চই ভালো আছেন। পর্তুগালের লিসবন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ইউরোপের দেশগুলোর মধ্যে বর্তমানে পতৃূগালই এমন একটি দেশ যেখানে আপনি খুব কম সময়ের ব্যবধানে নিজেকে বৈধভাবে নাগরিকত্ব নিয়ে নিজেকে গড়ে তুলতে পারবেন। আর পর্তূগালের ইমগ্রেশন নীতি ও আইন সহজ ও শিথীল হওয়ায় বর্তমানে সাড়া বিশ্বের অভিবাসন প্রত্যাশীদের মুল আকর্ষন এখন পর্তুগালকে ঘিড়ে।
ইউরোপ এডভাইস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ইউরোপের বিভিন্ন দেশে ইমিগশেন ও ওয়ার্ক পারমিট সহ ইউরোপের লাইফস্টাইল, দর্শনীয় স্থান সহ নানা বিষয় তুলে ধরার চেস্টা করবো। তবে প্রথম দিকে আমরা পতুর্গাল নিয়ে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর তারই ধারাবাহিকতায় আজকের এপিসোডে আপনাদের জানাবো পর্তুগালে এসে লিগ্যাল এন্ট্রি কিভাবে করবেন।
প্রিয় দর্শক ইউরোপ এডভাইস এই চ্যানেল কোন ভিসা বা ইমিগ্রেশন এজেন্ট নয়। তাই এই চ্যানেলের মাধ্যমে আমি শুধুমাত্র আপনাদের কে সঠিক ও ১০০% নির্ভরযোগ্য তথ্য প্রমানসহ এবং আইনগত সত্যতা ১০০% নিশ্চিত হয়েই আপনাদের মাঝে প্রদান করবো। কোন ধরনের ফেইক, গুজব, অপপ্রচার বা ভুল তথ্য ইনশাহআল্লাহ আমার এই চ্যানেলে আপনারা পাবেন না। আর দয়া করে কেউ ভিসা, ইমিগ্রেশন বা ওয়ার্ক পারমিট এ সহায়তা করার কোন অনুরোধ করবেন না। আমি এই ধরনের কোন সাভির্স প্রদান করিনা। আমি শুধুমাত্র আমার বাস্তব অভিজ্ঞতা আর জ্ঞান আপনাদের সামনে তুলে ধরবো।
এবারে কাজের কথায় আসি,
প্রথমত, লিগ্যাল এন্ট্রি দুই ভাবে করা যায়ঃ
১. এয়ারপোর্ট লিগ্যাল এন্ট্রি
২. ম্যানুয়্যাল লিগ্যাল এন্ট্রি
১. এয়ারপোর্ট লিগ্যাল এন্ট্রিঃ
সরাসরি ইন্টারন্যাশনাল ফ্লাইটে এসে লিসবন এয়ারপোর্টে এসে নামলে আপনি আপনার পাসপোর্ট এ একটি এন্ট্রি সীল পাবেন। এই সীল পড়লেই আপনার লিগ্যাল এন্ট্রি হয়ে যাবে। আপনাকে লিগ্যাল এন্ট্রির জন্য আর কোথাও যেতে হবে না। মানে আপনাকে কানাই বা সেফ এর অফিসে এই লিগ্যাল এন্ট্রির জন্য আর যাওয়ার প্রয়োজন হবে না।
২. ম্যানুয়্যাল লিগ্যাল এন্ট্রিঃ
প্রথেমেই চলুন জেনে নেই কোন আইনের কত ধারা অনুযায়ী পর্তুগাল সরকার ম্যানুয়াল লিগ্যাল এন্ট্রি প্রদান করে থাকে।
(According to articles 14 and 16 of Act 23/2007 of July 4 and subsequent amendments)
এবারে চলুন জেনে নেই
কাদের ডিক্লারেশন অফ এন্ট্রি বা লিগ্যাল এন্ট্রি সাবমিট করতে হবেঃ
যদি আপনি ইউরোপের সেনজেন ভিসা নিয়ে অন্য কোন দেশে আসেন। এবং সেই দেশ থেকে পর্তুগালে আসেন সড়ক বা লোকাল বিমানে করে তাহলে আপনাকে ম্যনুয়াল লিগ্যাল এন্ট্রি করতে হবে। কেননা সড়ক বা লোকাল বিমানে আসার সময় সাধারনত পাসপোর্ট এ কোন সীল পড়েনা। সেক্ষেত্রে আপনি যে পর্তুগালে বৈধ ভাবে এসেছেন তা আপনাকে পর্তুগালের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা সেফ কে জানাতে হবে। আর এই জানানোর জন্য আপনি যে ডিক্লারেশন ফরম ফিলাপ করে সেফ কে জমা দিলেন সেটাই হলো আপনার লিগ্যাল এন্ট্রি। বা ডিক্লারেশন অফ এন্ট্রি।
ইউভুক্ত দেশের নাগরিক ছাড়া অন্য সকল দেশের নাগরিক যারা পর্তুগালে এসে নিজস্ব ব্যবস্থায় এমন কোন যায়গায় থাকছেন যারা কিনা সেফ এর কাছে কোন ডিক্লারেশন ফরম সাবমিট করে না। এমন ক্ষেত্রে সেই নাগরিককে বাধ্যতামুলক ভাবে ম্যানুয়াল লিগ্যাল এন্ট্রি করতে হবে।
আপনি যদি পর্তুগালে এসে কোন হোটেলে এ উঠেন তাহলে সেই হোটেল কে আপনি বলবেন আপনার লিগ্যাল এন্ট্রি করবেন। তাহলে ওরা আপনাকে লিগ্যাল এন্ট্রি ফরম দিবে। সেই ফরম পুরন করে দিলে পরবতীর্তে হোটেল কতৃর্পক্ষ ঐদিনই বা পরের দিন আপনাের ফরম টি সেফ এর কাছে পাঠিয়ে দিবে। এবং সেফ থেকে ফিরতি ইমেইলে ঐদিন বা পরের দিন হোটেলের ইইমেইলে প্রাপ্তীস্বীকার ইমেইল চলে আসবে। এবং আপনাকে একটা রিসিট দেওয়া হবে। এটাই হলো আপনার লিগ্যাল এন্ট্রি এর কাগজ।
মুলত সেনজেন টুরিস্ট বা ভিজিট ভিসায় পর্তুগাল এসে লিগ্যাল এন্ট্রি করার জন্য এই পদ্ধতিটাই বর্তমানে সবচেয়ে বেশী জনপ্রিয়।
আর আপনি চাইলে লোকাল এয়ারপোর্ট থেকে নেমে সোজা কানাই (CNAI) অফিস বা সেফ এর অফিসে চলে যেতে পারেন। তবে এক্ষেত্রে সমস্যা হলো বর্তমানে ইমিগ্র্যান্ট এর সংখ্যা বেশী থাকায় তারা দিনে দিনে লিগ্যাল এন্ট্রি না করে আপনাকে এপয়েন্টমেন্ট এর ১ টা তারিখ দিতে পারে। যা কিনা ১ মাস পরেও হতে পারে। তাই দ্রুত লিগ্যাল এন্ট্রি পেতে চাইলে হোটেল থেকেই লিগ্যাল এন্ট্রি করবেন। আর হোটল থেকে লিগ্যাল এন্ট্রি আইন অনুযায়ী আপনি করতে পারবেন। এতে কোন সন্দেহ নেই।
কাদের ম্যানুয়াল লিগ্যাল এন্ট্রি করার প্রয়োজন নেইঃ
১. ইউভুক্ত দেশের বাইরে থেকে আসা ৩য় কোন দেশের নাগরিক যদি পর্তুগালের এমন কোন বর্ডার দিয়ে আসে যেখানে পাসপোর্ট এ এন্ট্রি সীল দৌয়া হয়। বা বর্ডার নিয়ন্ত্রন করা হয় তাহলে সেই নাগরিকের আর ম্যানুয়্যাল লিগ্যাল করার প্রয়োজন নেই।
২. ইউভুক্ত দেশের বাইরে থেকে আসা ৩য় কোন দেশের নাগরিক যদি এমন কোন ভিসা নিয়ে আসে যা তাকে ৬ মাসের বেশী পর্তুগালে বৈধ ভাবে থাকার অনুমতি দেয় যেমনঃ ৬ মাসের বেশী ওয়ার্ক পারমিট বা ছাত্র ভিসা নিয়ে আসলে তাহলে তাকে আর ম্যানুয়্যাল লিগ্যাল এন্ট্রি করতে হবেনা।
৩. ইউভুক্ত দেশের বাইরে থেকে আসা ৩য় কোন দেশের নাগরিক যদি পর্তুগালে এসে এমন কোন হোটেল এ উঠে যেই হোটেল সেফ এর কাছে গেস্ট এর ডিক্লারেশন ফরম নিয়মিত পাঠায়। তাহলে সেই নাগরিককে আর ম্যানুয়্যাল লিগ্যাল এন্ট্রি করতে হবেনা।
৪. ৩য় কোন দেশের নাগরিক যদি ইউরোপের আইন অনুযায়ী কোন চুক্তি ভিত্তিতে আসে তাহলে তারও ম্যানুয়্যাল লিগ্যাল এন্ট্রি করতে হবেনা।
পতুর্গালে আসার তিন কার্যদিবস এর মধ্যে আপনাকে ম্যানুয়্যাল লিগ্যাল এন্ট্রি করতে হবে।
১. ডিক্লারেশন অফ এন্ট্রি ফরম (সেফ এর ওয়েবসাইটে পাবেন)
২. বৈধ পাসপোর্ট মিনিমাম ৩ মাস মেয়াদ থাকতে হবে।
৩.ইউরোপে ঢোকার বৈধ সেনজেন ভিসা (লিগ্যাল এন্ট্রির দিন মেয়াদ থকাতে হবে)
৪. এয়ার টিকেট/ ট্যাক্সি/ বাস/ ট্রেন টিকেট
৫. বিমানের বোর্ডিং পাস
৬. হোটেল কনফারমেশন স্লিপ
৭. হোটেল বিল
লিগ্যাল এন্ট্রি কোথায় করতে পারবেনঃ
১. কানাই অফিস (CNAI Office)
2. সেফ অফিস (SEF Office)
৩. হোটেল (যারা সেফ এর কাছে ডিক্লারেশন ফরম বা লিগ্যাল এন্ট্রি ফরম পাঠায়) এটাই বেস্ট
তিন দিনের মধ্যে লিগ্যাল এন্ট্রি না করলে কি হবেঃ
এটা ২৩/২০০৭ এর ১৪ ধারা অনুযায়ী অবৈধ হবে এবং অপরাধ হবে যা শাস্তিযোগ্য এবং সাথে জরিমানা দিতে হতে পারে ৬০ ইউরো থেকে ১৬০ ইউরো পর্যন্ত।
**The Declaration of Entry is mandatory for foreign citizens third-country nationals who are not covered by the EU legal
framework or equivalent arrangements: Andorra, Austria, Belgium, Bulgaria, Croatia, Cyprus, Czech Republic, Denmark,
Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Ireland, Island, Italy, Latvia, Lichtenstein, Lithuania, Luxemburg,
Malta, Netherlands, Norway, Poland, Portugal, Romania, Slovakia, Slovenia, Spain, Sweden, Switzerland, United Kingdom.