জমি মাপার নিয়ম বা ভুমি পরিমাপ পদ্ধতি সর্ম্পকে জানা থাকলে জীবনে অনেক ক্ষেত্রেই দেখবেন এই জ্ঞান আপনার অনেক কাজে লাগবে। জমির অংশ বা শতাংশ বের করার নিয়ম বা জমির হিসাব সর্ম্পকে প্রাথমিক ধারনা থাকা প্রত্যেক ভুমি মালিকের জন্য খুবই জরূরী। ভুমির প্রতি আমাদের সকলেরই আগ্রহ আদিকাল থেকেই। পৃথিবীতে হাজারো ইতিহাস আর হাজোরো হ্রদয় বিদারক ঘটনার জন্ম হয়েছে এই জমিকে ঘিরেই। এক টুকরো জমির জন্য প্রান দিতে হয়েছে কত মানুষের তার সঠিক হিসাব এই পৃথিবীর কাছেই অজানা। জমির কারনে আপন মা, বাবা, ভাই বোন হয়েছে পর। আবার এই জমির কারনে খুন হতে হয়েছে নিজের পরিবারের লোকজনের কাছেই। আজও এই জমি নিয়ে আমাদের দেশের আদালত গুলোতে অসংখ্য মামলা চলমান। জমি নিয়ে বিরোধ লেগেই রয়েছে। কিছু অসাধু মহল সুযোগ পেলেই অন্যের জমিতে নিজেদের ক্ষমতা আর আধিপত্য দেখানোর জন্য মরিয়া হয়ে থাকে এখনও । এখনও আমরা সভ্য মানুষ হতে পারেনি। জমি এমন এক সম্পদ যা অক্ষয় অবিনশ্বর। পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত জমির মালিকানায় হয়তো পরিবর্তন হবে। কিন্ত জমি জমির জায়গাতেই থাকবে। একটুকরো জমি হলো মানুষের আশ্রয়স্থল বা আবাসস্থল।
জমি যেহেতু একটি স্থায়ী সম্পদ তাই এই জমির প্রতি ইঞ্চি যায়গাই মূল্যবান। তাই কেউই কারো জমির অংশে যাতে অবৈধ প্রবেশ করতে না পারে সেজন্য প্রত্যেকের জমিরই সীমানা রয়েছে। এই সীমানা নির্ধারনের জন্য জমি মাপার নিয়ম জানা খুবই গুরূত্বপূর্ন। এছাড়াও জমি কিনার সময় কেউ যাতে আপনাকে মাপে কম দিয়ে প্রতারনা করতে না পারে সেই জন্য আপনার ক্রয়কৃত জমির সঠিক পরিমাপ করা খুবই গুরূত্বপূর্ন। জমি ক্রয়ের পর জমির সঠিক পরিমাপ বুঝে নিয়ে দখল বুঝে নেওয়া হলো আপনার প্রথম কাজ। দখল বুঝে নেওয়া এতটাই গুরূত্বপূর্ন যে এই দখলে না থাকার কারনে ভবিষ্যতে আপনি নানাবিধ সমস্যায় পড়তে পারেন। মনে রাখবেন জমি ক্রয়ের পর দখল অবশ্যই অবশ্যই দখল বুঝে নিবেন। তা না হলে এই দখল বুঝে না নেওয়ার কারনে ভবিষ্যতে আপনাকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হতে পারে। যদিও জমি মাপার যে কাজটি এটি আপনি কোন সিভিল আইনজীবী বা কোন পেশাদার আমিন দিয়ে করাতে পারেন। তারপরও এই ব্যাপারে সামান্যতম ধারনা থাকলে আপনিও আপনার অধিকার সর্ম্পকে সচেতন হবেন।
জমি পরিমাপ বা জমি মাপার নিয়ম সম্পর্কে নিচের যে ভিডিওটি দেওয়া আছে এই ভিডিও থেকে আপনি একটি জমি সেটা যে আকৃতিরই হোক না কেন একটি সহজ সূত্রের মাধমে আপনি যে কোন জমি কিভাবে পরিমাপ করবেন তা দেখানো হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ভিজিট করূন। এবং বেশী বেশী করে চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করূন। এই ভিডিও টি কেমন লাগলো জানাতে ভিডিওর নিচে কমেন্ট করূন।
Excellent!