একক মালিকানা কোম্পানী বিষয়ে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের জন্য দারূন এক সুখবর। এখন থেকে যে কোন ব্যাক্তি নিজেই বা একক মালিকানার ভিত্তিতেই করতে পারবেন কোম্পানী রেজিস্ট্রেশন। আগের নিয়ম অনুযায়ী সর্বনিন্ম ২ জন না হলে কেউ কোম্পানী রেজিস্ট্রেশন করতে পারতেন না। আর দীর্ঘদিনের এই রীতির অবসান ঘটতে যাচ্ছে নতুন কোম্পানী সংশোধন আইন ২০১৮ এর খসড়া চুড়ান্ত অনুমোদনের মাধ্যমে। গত ২০ শে জুলাই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মন্ত্রীসভায় এই অনুমোদন দেন। এর ফলে বিদ্যমান কোম্পানী আইন ১৯৯৪ এর ৩৩ টি ধারা পরিবতির্ত হয়। এবং একক মালিকানা ভিত্তিক কোম্পানী নিবন্ধকের ক্ষমতা বাড়ানোর মাধ্যমে ছোট খাটো নানা আইনী জটিলতার নিরসন হবে।
মালিকানা নিয়ে অংশীদারদের মধ্যে জটিলতা, পারিবারিক বিরোধসহ বিভিন্ন সংকটের কারণে বিশ্বের অধিকাংশ দেশে এক ব্যক্তির মালিকানায় কোম্পানি গঠনের সুযোগ থাকলেও বাংলাদেশের কোম্পানি আইনে ছিল না এই বিধান।
এছাড়া শেয়ার ট্রান্সফার, কোম্পানির গঠনতন্ত্র পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা ছিল ১৯৯৪ সালের কোম্পানি আইনে। ফলে বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হতো। এসব জটিলতার নিরসনে দীর্ঘ দুই যুগ পর সংশোধন করা হয়েছে এই কোম্পানি সংশোধিত আইনে। এতে ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা হবে সহজ।
একক মালিকানা কোম্পানি কি কি সুবিধা পাবেঃ
১. ব্যাংক ঋণ বা মর্টগেজ সহজতর হবে।
২. অংশীদার নিয়ে ঝামেলা নিরসন হবে।
৩. একক মালিকানা হওয়ায় মিটিং বা এজিএম এর বাধ্যবাধকতা থাকবে না।
৪. রিটার্ন দাখিল ও এজিএমের সময় বাড়ানোসহ ছোটখাটো বিষয়ে আর আদালতে যেতে হবে না।
৫. বিদেশী বিনিয়োগকারীরা আগ্রহী হবে।
এছাড়াও ব্যবসা আরো সহজতর হবে।